২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি : আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মেসি-নেইমার - সংগৃহীত

জেদ্দায় প্রীতি ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৭টায় ম্যাচটি শুরু হবে। প্রীতি ম্যাচ হলেও টানটান উত্তেজনা বিরাজ করছে দুই দলেই।

স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে দলে নেই অভিজ্ঞ লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোরা। নেয়া হয়েছে কিছু নতুন মুখ।

আছেন পাওলো দিবালা, মাউরো ইকার্দি ও অ্যাঞ্জেল কোরেয়া। আর গোলরক্ষকের দায়িত্বে আছেন সার্জিও রোমেরো।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : রোমেরো, সারাভিয়া, পেজ্জেল্লা, ওতামেন্দি, ত্যাগলিয়াফিকো, পারদেস, বাত্তাগলিয়া, লো সেলসো, দিবালা, ইকার্দি ও কোরেয়া।

 

বার্সা ছেড়ে ম্যান সিটিতে মেসি, গুজব নাকি সত্য?

বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভেড়ানোর বিষয়ে ব্যর্থতার কোনো প্রশ্নই আসে না বলে দাবি জানিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পুরো বিষয়টিকে তারা গুজব বলে উড়িয়ে দিয়েছে।

২০১৬ সালে প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটিতে যোগ দেয়ার পর বার্সেলোনার সাবেক বস পেপ গার্দিওলা বেশ কয়েকবারই মেসিকে দলে নিতে চেয়েছেন বলে আলোচনা উঠেছিল। সিটি চেয়ারম্যান খালদুনা আল মুবারকের বরাত দিয়ে স্প্যানিশ পত্রিকা মুনডো ডিপোর্তিভো বলেছে, মেসির জন্য গার্দিওলা একবার বেশ লোভনীয় প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব অনুযায়ী প্রতি সপ্তাহে মেসিকে এক মিলিয়ন পাউন্ডেরও বেশি দেয়ার কথা ছিল। আমরা এই বিষয়ে গার্দিওলাকে আলোচনা করতে বলেছিলাম। বার্সেলোনায় মেসি যা পায় তার তিনগুন বেশি বেতনে আমরা তাকে দলে নিতে চেয়েছি। কিন্তু মেসি কখনই এই প্রস্তাব গ্রহণ করেনি।

কিন্তু এই রিপোর্টের কোনো ভিত্তি নেই বলেই সিটি দাবি জানিয়েছে। সিটির এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা এই ধরনের রিপোর্টের নিন্দা জানাচ্ছি। এখানে যে মন্তব্য ব্যবহার করা হয়েছে তা আমরা প্রত্যাখান করছি।’

আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি গার্দিওলার অধীনে বার্সেলোনায় চার মৌসুম খেলেছেন। এই সময়ের মধ্যে মেসি ও গার্দিওলা ১৪টি শিরোপা জিতেছেন। গত বছরের নভেম্বরে ৩১ বছর বয়সী মেসি বার্সার সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। গত মৌসুমে গার্দিওলা সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা জয় করেছেন।

 

ম্যাচের আগে ২০ বার বাথরুমে ছুটলে নেতা হতে পারবে না মেসি : ম্যারাডোনা

গোল ডট কম

গ্যালারিতে বসে কখনো মেসির খেলা দেখে উত্তেজনায় লাফিয়ে উঠেন, আবার কখনো আক্রমণাত্মক হয়ে উঠেন ম্যারাডোনা - নয়া দিগন্ত
গ্যালারিতে বসে কখনো মেসির খেলা দেখে উত্তেজনায় লাফিয়ে উঠেন, আবার এই মানুষটিই কখনো আক্রমণাত্মক হয়ে উঠেন। বলা হচ্ছে, আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কথা। রাশিয়া বিশ্বকাপের সময় মেসিকে ভালই সমর্থন দিয়েছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই নাকি তাদের সম্পর্ক আরো অবনতি হয়েছে। যার প্রমাণ পাওয়া গেলো এবার। মেক্সিকোর ‘লা আল্টিমা প্যালাব্রা’ নামক একটি টিভি অনুষ্ঠানে ম্যারাডোনা বলেছেন, 'মেসি গ্রেট ফুটবলার হতে পারে কিন্তু অধিনায়ক নয়।'

তিনি বলেন, 'মেসি মাঠে নামার আগে কারো সাথেই কথাবার্তা বলে না। মাঠে নেমেই নেতৃত্ব বুঝে নিতে চায়। খেলার আগে সতীর্থ বা কোচের সাথেও আলোচনা করে না। তাদের সাথে আলোচনার থেকে প্লে স্টেশনে খেলতেই বেশি পছন্দ করে মেসি।'

এরপরই সবচেয়ে আক্রমণাত্নক মন্তব্যটি করেন ম্যারাডোনা, 'কথাটা বলা ঠিক হবে না, তবুও বলছি- ম্যাচের আগে যে মানুষটা ২০ বার বাথরুমে যায়, তাকে নেতা বানানোর কোনো মানেই হয় না।'

তিনি আরো বলেন, 'মেসিকে ঈশ্বর বানানো বন্ধ করুন। ও অন্য সবার মতোই আর্জেন্টিনার একজন খেলোয়াড়।'

একের পর এক তীর্যক মন্তব্যের পর শেষ কথাটা মেসির পক্ষেই বলেছেন ম্যারাডোনা। বলেছেন, 'আমার মনে হয়, মেসির ওপর থেকে চাপ কমানো উচিত।'

'মেসির ওপর থেকে অধিনায়কের দায়িত্ব সরিয়ে নিতে হবে। তাহলেই মেসির তার স্বভাবসুলব খেলা খেলতে পারবে। আমি জানি মেসির কেমন খেলে।’

 

ব্যালন ডি'অরে মেসির ভোট উধাও!

ফুটবলের জাদুকর লিওলেন মেসি। বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্ত। প্রিয় এই ফুটবলারের হাতে ব্যালন ডি'অর তুলে দিতে ঝাঁপিয়ে পড়েছিল তারা। যার কারণে বিপদে পড়ে যাচ্ছিল আয়োজক ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। কারণ এবারের ব্যালন ডি'অরের দৌড়ে ফেবারিট ছিলেন না এই আর্জেন্টাইন সুপারস্টার। ভক্তরা কী এর ধার ধারেন? তাই অনলাইনে ভোট দেয়ার সুযোগ পেতেই বানের মতো ভোট পড়তে থাকে, যা দেখে হতচকিয়ে যায় কর্তৃপক্ষ। ভোটদানের প্রক্রিয়াটিই বাদ দিয়ে দেয় তারা।

এবারের ব্যালন ডি’অরের জন্য প্রাথমিকভাবে ৩০ জনকে বাছাই করে ফ্রান্সের বিখ্যাত ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবল। গোপন প্রক্রিয়ার মাধ্যমে তারা বিজয়ী করে থাকে। পাঠকদের ভোট তাতে কোনো মানদণ্ড নয়। কিন্তু এবার কি মনে করে যেন পাঠকদের পছন্দ দেখতে চায় তারা। আর তাই অনলাইন ভোটের ব্যবস্থা করেছিল তারা। ফলাফল ভোটের বন্যা। স্বল্প সময়ের মধ্যেই সাত লাখ চার হাজার ৩৯৬ জন পাঠক ভোট দিয়ে ফেলেন। যার ৪৮ শতাংশ ভোটই পড়ে মেসির ঝুলিতে। আর ৩১ শতাংশ মোহাম্মদ সালাহর পক্ষে। আট শতাংশ নিয়ে তৃতীয় স্থানে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

অথচ ব্যালন ডি'অরের দৌড়ে সবচেয়ে ফেবারিট উয়েফা এবং ফিফা পুরস্কারজয়ী লুকা মডরিচকে হিসেবেই আনেনি ভক্তরা।

এক পর্যায়ে মেসির পক্ষে এতোটাই ভোট পড়তে থাকে যে বিপদে পড়ে যায় আয়োজক কর্তৃপক্ষ। যদি এতো অল্প সময়েই আর্জেন্টাইন সুপারস্টার এতো ভোট পেয়ে যান, তাহলে বিতর্কের মুখোমুখি হতে হবে তাদের। কারণ এই প্রক্রিয়ার কোনো প্রভাব তো ফলাফলে পড়বে না। শুধু মাত্র পাঠকদের পছন্দ জানাই ছিল তাদের উদ্দেশ্য। তাই তড়িঘড়ি করে ভোটদান প্রক্রিয়া বন্ধ করে দেয় তারা। পরে অবশ্য পাঠকদের রোষানলে পড়তে হয়েছে তাদের। তাতে কান দেয়নি কর্তৃপক্ষ, প্রক্রিয়া বন্ধ করে হাফ ছেড়ে বেঁচেছে তারা।


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল