১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দলের ব্যর্থতায় কোচের পদত্যাগ

-

নেশন্স লিগে চেক রিপাবলিকের কাছে রোবাবর ২-১ গোলের পরাজয়ের পর স্লোভাকিয়া জাতীয় দলের কোচ পদ থেকে পদত্যাগ করেছেন ইয়ান কোজাক। দেশটির ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।

ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘কোজাকের অনুরোধেই আমরা তার সাথে সব ধরনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’

ঘরের মাঠে এই পরাজয়ে দুই ম্যাচ পরে কোন পয়েন্ট সংগ্রহ না করা স্লোভাকিয়া গ্রুপের একেবারে তলানিতে চলে গেছে।

সাবেক চেকোস্লোভাকিয়ার জাতীয় দলের খেলোয়াড় ৬৪ বছর বয়সী কোজাক পদত্যাগ করায় তার স্থানে সহকারী কোচ স্টিফেন টারকোভিচ মঙ্গলবার স্টকহোমে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে দায়িত্ব পালন করবেন।

২০১৩ সালে স্লোভাকিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন কোজাক। তার অধীনে স্লোভাকিয়া প্রথমবারের মত ইউরো ২০১৬’তে খেলার যোগ্যতা অর্জন করেছিল।


আরো সংবাদ



premium cement