২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

-

লা লিগায় প্রথম তিন ম্যাচ জয়ের পর হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। আথলেতিক বিলবাওয়ের মাঠে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা আর পায়নি হুলেন লোপেতেগির দল।

সান মামেসে শনিবার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান ইসকো।

ম্যাচের শুরু থেকে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। ২৯তম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি অবশ্য পায় রিয়াল। তবে মার্কো আসেনসিওর বাঁকানো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোন।

খানিক পরেই উল্টো গোল খেয়ে বসে রিয়াল। ৩২তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে সতীর্থের বাড়ানো বল গোলমুখে জটলার মধ্যে পেয়ে ঠিকানায় পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড ইকের মুনিয়াইন।

ছয় মিনিট পর লুকা মদ্রিচের শট আরেক জনের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল। ঝাঁপিয়ে ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন বিলবাওয়ের তরুণ গোলরক্ষক সিমোন।

৬১তম মিনিটে গারেথ বেলের আরেকটি প্রচেষ্টা রুখে দেন ২১ বছর বয়সী এই গোলরক্ষক। তবে বেশিক্ষণ রিয়ালকে আটকে রাখতে পারেননি তিনি।

দুই মিনিট পরেই সমতা ফিরে। ডান দিকের বাইলাইন থেকে ছয় গজ বক্সের মুখে বাড়ানো বেলের ক্রসে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন ইসকো।

৭১তম মিনিটে আসেনসিওর প্রচেষ্টা রুখে দেন সিমোন। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট হারানোর হতাশা মাঠ ছাড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-১ গোলে জেতা বার্সেলোনা চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

একটি ম্যাচ কম খেলা সেল্তা ভিগো ৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সমান তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আথলেতিক বিলবাও।

দিনের আরেক ম্যাচে এইবারের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা আতলেতিকো মাদ্রিদ চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।


আরো সংবাদ



premium cement