২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গোলরক্ষক সোহেলের দোষ দেখছেন না কোচ

গোলরক্ষক সোহেলের পক্ষেই অবস্থান নিলেন কোচ - ছবি : সংগ্রহ

১৯৯৩ সালের সাফ গেমসের পর আবার ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে জয় নেপালের। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেশবাসীর স্বপ্নভঙ্গ এই নেপালের কাছে দশম সাফে ০-২ গোলে হেরে। প্রথম দুই ম্যাচে দারুন জয়ের পর এই হারে গোল পার্থক্যে ছিটকে পড়তে হলো জেমি ডে বাহিনীকে।

তবে এই হারের নেপথ্য গোল রক্ষক সোহেলের মারাত্মক ভুল। তার ভুলে ওই গোলের পর বাংলাদেশ আর ম্যাচে ফিরতি পারেনি। অথচ এর আগে দারুণ গোছানো ম্যাচ খেলছিল বাংলাদেশ। নেপালের সহকারী কোচ কিরন শ্রেষ্ঠার মতে, ‘সোহেলের ভুলে ওই গোলই তাদের ম্যাচ জয়ের টার্নিং পয়েন্ট।’

তবে বাংলাদেশ কোচ জেমি ডে কোনো ভাবেই দায় দিলেন না সোহেলকে। তার মতে, ‘গোলরক্ষকরা এমন ভুল করতেই পারে। এটা খেলারই অংশ। এই সোহেলতো পাকিস্তানের বিপক্ষে আসাধারণ সেভ করেছে। আমি সোহলেকে দোষ দিচ্ছি না।’

এশিয়াডে চমৎকার খেলা গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে কেন খেলানো হলো না, যেখানে নীলফামারীতে একই ভুল করেছিল সোহেল। বাংলাদেশ কোচের জবাব, ‘রানা তো এশিয়াডে থাইল্যান্ডের বিপক্ষে ভুল করে গোল খাইয়েছিল।’ অবশ্য এটাও স্বীকার করলেন যে, সোহেলের ভুল ম্যাচে প্রভাব ফেললেও ফেলতে পারে।

এরপরই এই ইংলিশ কোচ গর্ব করতে থাকেন বাংলাদেশ দলের ফুটবলাদের নিয়ে। তার বক্তব্য, ‘গত ১৬ সপ্তাহে তারা খুব ভালো করেছে। এই ফুটবলারই্ এশিয়াডে ইতিহাস গড়েছে। বাংলাদেশ প্রথম বারের মতো এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে নিয়ে গেছে। এবারর সাফে তারা টানা দুই ম্যাচ জিতেছে, যা গত দশ বছরে পারেনি বাংলাদেশ(আসলে ৩ বছর)। প্রতিদ্বন্দ্বী হয়ে যাওয়া ভুটানকে পরাজিত করেছে। তাদের জয় চলমান সাফের শক্তিশালী দল পাকিস্তানের বিপক্ষে।’

কোচ বলেন,‘স্রেফই দূর্ভাগ্য, প্রথম দুই ম্যাচ জেতার পরও গোল পার্থক্যে ছিটকে পড়তে হলো।’ এতো অর্জনের পরও বাংলাদেশ দল নিয়ে নেতিবাচক আলোচনা না করে সবাইকে ইতিবাচক হওয়ার অনুরোধ বাংলাদেশ কোচের।

কেন বাংলাদেশ দল লং পাসে খেলতে গেল? যে কৌশলে কোনো কাজ হয়নি। কোচের জবাব, ‘পরিকল্পানা ছিল এর মাধ্যমে গোল আদায়ের। তার মতে, ‘বাংলাদেশে স্ট্রাইকার নেই এটা মানতে হবে।’ তিনি সমালেচেনা করেন পাঁচ দিনে বাংলাদেশ দলের তিন ম্যাচ খেলাকেও। আভিযোগ, একটি দলতো (ভারত) এক ম্যাচ খেলে চার দিন বিরতি পাচ্ছে। তারা এক ম্যাচ খেলেই সেমিতে গেছে। যেখানে সেমির টিকিট পেতে বাংলাদেশকে তিন ম্যাচ খেলতে হলো।

দশম সাফ ফুটবলে বাংলাদেশ পর্ব শেষ। এখন তাদের প্রস্তুতি অক্টোবরের বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে। কোচ জানান , আমাদের লক্ষ্য বঙ্গবন্ধু কাপের সেমিতে খেলা। সাফের অভিজ্ঞতা দারুণ কাজে দেবে সে আসরে।

ম্যাচ রিপোর্ট: আবার সোহেলের ভুল এবং বাংলাদেশের বিদায়
পরপর দুই ম্যাচ জিতেও সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শনিবার নেপালের কাছে ০-২ গোলে হেরে ২০১১, ২০১৩ এবং ২০১৫ সাফের মতো ২০১৮ সাফেরও গ্রুপ পর্ব থেকে বিদায় লালসবুজদের। দুই ম্যাচ জিতে পয়েন্ট সমান ৬ পয়েন্ট নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশের। এতে হেড টু হেড এই তিন দলই সম পর্যায়ে। ফলে বিবেচনায় আসে গোল পার্থক্য। এতে গোল পার্থক্যে পিছিয়ে পড়ে ছিটকে পড়তে হলো জেমি ডে বাহিনীকে।

বাংলাদেশ এই তিন দলের পারস্পরিক ম্যাচে ১ গোল দিয়ে হজম করেছে দুই গোল। তাদের গোল পার্থক্য মাইনান ১। পাকিস্তান ২ গোল দিয়ে খেয়েছে ২ গোল। তাদের ব্যবধান শূন্য। অন্য দিকে নেপাল তিন গোল দিয়ে খেয়েছে ২ গোল। তাদের প্লাস ১। ফলে ৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে গ্রুপ সেরা হয়ে সেমিতে গেল নেপাল। পাকিস্তান হয়েছে রানার্সআপ। আর গোল ব্যবধানে গ্রুপে তৃতীয় হয়ে বিদায় বাংলাদেশের। অথচ ভুটান এবং পাকিস্তানকে হারানোর পর সেমিতে যেতে শনিবার নেপালের সাথে ড্র দরকার ছিল জামাল, মামুনুল, সুফিল ,তপুদের। অথচ বাজে ম্যাচ খেলে তারা হেরে গেল।  রোববার ভারত ও মালদ্বীপের ম্যাচের জয়ী দলকে সেমিতে পাবে পাকিস্তান। নেপাল শেষ চারে খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের সাথে। সেমিতে যেতে আজ ড্র দরকার মালদ্বীপের। তারা ০-৩ গোলে হারলে সেমিতে খেলেবে শ্রীলংকা। ভারত আগেই সেমি নিশ্চিত করে।


দারুন ছন্দে খেলা একটি দলের পতনের জন্য একজন গোলরক্ষকের মারাত্মক ভুলই যথেষ্ট। যেখানে গোলরক্ষক হলেন দলের প্রান। তার একটি সেভই দারুন ভাবে উজ্জীবিত করে দলকে । সেখানে তিনি যদি পাড়া মহল্লার খেলোয়াড়ের মতো হাস্যকর ভুল করেন তাহলে দলের অন্য ফুটবলারদের আত্মবিশ্বাসে চিড় ধরে। বরাবরের মতো গতকাল নেপালের বিপক্ষেও সেই একই ভুল করে বসলেন দীর্ঘ দেহের জন্য জাতীয় দলে সুযোগ পাওয়া শহীদুল আলম সোহেল। ৩৩ মিনিটের ঘটনা। ৩৩ মিনিটে ৩৫ দূরে ওয়ালী ফয়সালের ফাউলের ফলে ফ্রিকিক পায় নেপাল।

বাংলাদেশের হেমন্তের সাথে নেদারল্যান্ডস এ ট্রায়ালে যাওয়া নেপালে বিমল ঘার্তি মাগার একবারেই সাধারন মানের ফ্রি-কিক নেন। বলটি ভাসছিল সোহেলের মুখের সামনে। সেই বল ধরতে যান তিনি । অথচ বল তার হাতের ছোঁয়া নিয়ে জালে গিয়ে উল্লাসে মাতায় নেপালীদের। এতোক্ষন ভালো খেলা বাংলাদেশ এই গোলের পর সে যে খেই হারিয়ে ফেললো আর ফিরতে পারেনি ম্যাচে।

বারবারই দলতে এইভাবে ডোবান সোহেল। ২৯ আগস্ট নীলফামারীতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের হারের কারনও তিনি। দূর থেকে আসা বলে ফ্লাইট মিস তার।বল জাােল। ২০১১ সালে দিল্লী সাথে শেষ মিনিটে মাঝমাঠ থেকে নেয়া নেপালের সাগর থাপার ফ্রি-কিকেও ব্যর্থ এই সোহেল। ২০১৫ সালের বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালেও তার মারাত্মক ভুলে বাংলাদেশের জালে মালয়েশিয়ার দল দুই বার বল জালে যায় এবং হার বাংলাদেশের।

শেখ জামালের হয়ে এএফসি কাপেও মারাত্মক ভুল এই কিপারের। এবং দলের হার। এরপরও তিনি জাতীয় দলে তাকে নিয়মিত রাখা হচ্ছে ঢাকা আবাহনীর খেলোয়াড় হওয়ার কারনে। দলের ফুটবলারদেরই এই অভিযোগ। অথচ এশিয়াডে চমৎকার খেলা গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে রাখা খেলনো হয়নি। এবারের সাফে বাংলাদেশ দলের ২০ জনের ৯ জনই আবাহনীর।

একদিকে সোহেলের ভুল। অন্য দিক অন্য ফুটবলাদের বাজে পরফরম্যান্স ছিল হাতাশা জনক। বদলিরা পারেননি কিছু করতে। জঘন্য ছিল সোহলে রানা এবং ইমন বাবুর খেলা। পিছিয়ে পড়ার পর তাদের মধ্যে সমতা আনার ক্ষুধাই দেখা যায়নি। যদিও প্রথম দুই ম্যাচে জয়ের পর সবাই এবার আশাবাদী ছিল তাদের নিয়ে।

ম্যাচে বাংলাদেশ ৭০ মিনিটে প্রথম সুযোগ পায়। এরপর ৭৮ ও ৮০ মিনিটে। প্রতিবারই ব্যর্থ বদলী স্ট্রাইকার সাখাওয়াত রনি। ৫৪ মিনিটে সোহেল অবশ্য দলকে রক্ষা করেন ভারত খাওয়াজের বল ঠেকিয়ে।

৯০ মিনিটে নেপাল তাদের জয় নিশ্চিত করে সুনীল বলের থ্রু থেকে নবোজত শ্রেষ্ঠার শটে। বাংলাদেশ দল: সোহেল, তপু, বিশ্বনাথ, ওয়ালী, বাদশা, জামাল, মামুনুল, সাদ উদ্দিন ( রনি ৫৩ মি.), বিপলু ( সোহেল রানা ৫১ মি.) সুফিল, জনি ( ইমন বাবু ৬০ মি.)।


আরো সংবাদ



premium cement
শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া

সকল