২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম জয়

জয়সূচক গোল করার পর নেইমারের উদযাপন - সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রথমবারের মতো মাঠে নেমে জয় তুলে নিয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে তারা। গোল দুটি করেন নেইমার ও ফিরমিনো। আজ বাংলাদেশ সময় শনিবার সকালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচ শুরুর ১১তম মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন ফিরমিনো। ডান দিক থেকে আক্রমণে ওঠা দগলাস কস্তার ছয় গজ বক্সে বাড়ানো দারুণ ক্রসে ডান পায়ের ভলিতে বল লক্ষ্যে পাঠান ফিরমিনো।

এরপর ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডান দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়া লিভারপুল মিডফিল্ডার ফাবিনিয়োকে যুক্তরাষ্ট্রের উইল ট্রাপ ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠে। তবে প্রতিপক্ষের জালে বল ছুঁড়তে ব্যর্থ হয়। জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

 

আরো পড়ুন : ড্রয়ের ফাঁদে ফ্রান্স-জার্মানি দ্বৈরথ

সর্বশেষ দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াই। ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও জায়গা করে নেয় ইউরোপীয় নেশনস কাপে মহাদেশীয় জায়ান্ট ফ্রান্স-জার্মানির অভিষেক দ্বৈরথ। তবে দল দুইটির মাঠের নৈপুণ্য সন্তুষ্ট করতে পারেনি জমজমাট এক ম্যাচের প্রত্যাশারত সমর্থকদের। গত বৃহস্পতিবার মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারিনায় অনুষ্ঠিত সর্বশেষ দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ের সমাপ্তি হতাশাজনক গোলশূন্য ড্র’তে। ইউরোপীয় অঞ্চলের নতুন ফরম্যাটের টুর্নামেন্টের এ গ্রুপের ১ নম্বর ব্লকের উদ্বোধনী ম্যাচে দুই জায়ান্টকে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়। একই দিনের অন্যান্য লড়াইয়ে মাঠে নেমে তুলনামূলকভাবে ছোট দলগুলোর দারুণ ফলাফল ভক্তদের বাঁধভাঙা উন্মাদনায় মেতে ওঠার সুযোগ করে দেয়।

‘বি’ গ্রুপের ১ নম্বর ব্লকে শুভসূচনার উৎসব ইউক্রেনের। সদ্যসমাপ্ত রাশিয়া বিশ্বকাপের দর্শক দলটি অসাধারণ কামব্যাকের কৃতিত্ব গড়েছে চেক-প্রজাতন্ত্র সফরে। নেশনস কাপের অভিষেকে তাদের জয়োৎসবের প্রবল আকাক্সক্ষায় লিড নিয়েও পরাজয়ের ফাঁদে পা পড়েছে স্বাগতিক চেক-প্রজাতন্ত্রের। স্বাগতিকদের নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়ে শিরোনাম দখলে নেয় ইউক্রেন। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ইনচেঙ্কোর দর্শনীয় গোলে নিশ্চিত হয় সফরকারীদের রুদ্ধশ্বাস জয়। খেলার সূচনাতেই গোল হজমে পিছিয়ে পড়া ইউক্রেনের প্রথমার্ধের ইনজুরি টাইমে ১-১ ব্যবধানে সমতা প্রতিষ্ঠার চমৎকার গোলটি তারকা ফুটবলার কনপ্লেয়াঙ্কার। ‘বি’ গ্রুপের চতুর্থ ব্লকের উদ্বোধনীতেই বাজিমাত করেছে রিয়াল মাদ্রিদ সুপারস্টার গ্যারেথ বেলের ওয়েলস। হোমভেনু কার্ডিফ স্টেডিয়ামে নতুন কোচ রায়ান গিগসের অধীনে দলটির দুর্দান্ত সূচনায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেল। রিয়াল মাদ্রিদের তারকার নেতৃত্বাধীন ওয়েলস আক্রমণভাগের ৩১ মিনিটের বিধ্বংসী এক স্পেলে ম্যাচ থেকে ছিটকে গেছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। সফরকারীদের ৪-১ গোলে উড়িয়ে ওয়েলস মেতেছে নেশনস কাপে শুভসূচনার উন্মাদনায়। লরেন্স-বেল ও রামসির একটি করে গোলে বিরতির আগে ৩ গোলের লিডে নিশ্চিত বেল অ্যান্ড কোংয়ের জয়োৎসব।

কার্ডিফে ওয়েলসের নিয়মিত বিরতিতে গোলের উৎসবে মেতে ওঠার দিনে মিউনিখে আক্রমণ-পাল্টা আক্রমণেই সীমাবদ্ধ ফ্রান্স-জার্মানির হাইভোল্টেজ লড়াই। রাশান বিশ্বকাপের ফাইনালের ১০ ফুটবলারকে প্রথম একাদশে রাখার পরও হতাশাজনক ড্র’র যন্ত্রণা হজম বিশ্বচ্যাম্পিয়ন ফরাসিদের। খেলার শেষ ভাগে হার থেকে তাদের রক্ষা হয়েছে আন্তর্জাতিক অভিষেকে গোলরক্ষক আলফোপসে অরেওলার বাজিমাতের সুবাদে। ক্যারিয়ারের প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়ার ম্যাচ অসাধারণ দক্ষতা প্রমাণে স্মরণীয় করেছেন ২৫ বছর বয়সী গোলরক্ষক। তার দুর্দান্ত সেভের সুবাদে নিশ্চিত গোলবঞ্চিতের যন্ত্রণায় টমাস মুলার ও ম্যাথিয়সকে।

 

আরো পড়ুন : স্নেইডারের অবসর

জাতীয় দলের জার্সি গায়ে বিদায়ী ম্যাচটি সুখেরই হলো নেদারল্যান্ডসের ওয়েসলি স্নেইডারের। পেরুর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তিনি। এই ম্যাচের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেন তিনি।
একুশ শতকে ইউরোপিয়ান সবচেয়ে সুন্দর মিডফিল্ডারদের মধ্যে স্নেইডার অন্যতম। গত ১৫ বছরের ক্যারিয়ারে সেটা দেখিয়ে এসেছেন রিয়াল মাদ্রিদ প্রাক্তন এ তারকা। বিদায় বেলায় মাথা উঁচু করেই মাঠ ছাড়লেন এ ডাচ তারকা


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল