২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ক্রোয়েশিয়া-পর্তুগাল প্রীতি ম্যাচ ড্র

ম্যাচের একটি মুহূর্ত - ছবি : সংগ্রহ

উয়েফা নেশন্স লিগকে সামনে রেখে প্রীতি ম্যাচটা ভালো হলো না বিশ্বকাপ রানার্স আপদের। বৃহস্পতিবার রাতে পর্তুগালের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।

আগেই আনফিট ঘোষণা দেওয়ায় ম্যাচে ছিলেন না পর্তুগিজ দলের প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো। অপর দিকে ক্রোয়েশিয়া দলে বিশ্রামে ছিলেন মিডফিল্ডার ইভান রাকিতিচ। তাদের অনুপস্থিতিতে আক্রমণে ধার ছিল না কোনও পক্ষেরই। লিসবনে সফরকারী ক্রোয়েশিয়া এগিয়ে যায় ১৮ মিনিটে। বিশ্বকাপ মাতানো ইভান পেরিসিচ দুর্দান্ত ভলিতে এগিয়ে নেন ক্রোয়েশিয়াকে।

তবে লিগ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। পর্তুগিজ ডিফেন্ডার পেপে ৩২ মিনিটে হেড করে সমতায় ফেরান দলকে। রাশিয়ায় শেষ ষোলোতে বিদায় নেওয়া পর্তুগালের সমতা ফেরানো গোলটি বানিয়ে দেন পিজ্জি।

দুই দলই আগামী সপ্তাহে খেলবে উয়েফা নেশন্স লিগ। পর্তুগাল সোমবার ‘এ’ লিগের গ্রুপ-৩ এ মুখোমুখি হবে ইতালির। মঙ্গলবার ‘এ’ লিগের গ্রুপ-৪ এর ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া।


আরো সংবাদ



premium cement