২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নেপালে বিধ্বস্ত ভুটান

-

সাফ ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে নেপাল। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মোকাবেলা করে দল দুটি। গ্রুপের প্রথম ম্যাচে পরাজিত হওয়ায় উভয় দলের কাছেই আজকের ম্যাচটি ছিলো টুর্নামেন্টে টিকে থাকার। নেপাল প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল পাকিস্তানের কাছে আর ভুটান বাংলাদেশের কাছে। তবে এই ম্যাচে খুজেই পাওয়া যায়নি ভুটানকে।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। প্রথমার্ধের ২১ মিনিটে অনন্ত তামাং গোল করে এগিয়ে দেন নেপালকে। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় হিমালয় কন্যার ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেো প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে তারা। ৭০ মিনিটে পেনাল্টি পায়। বক্সের মধ্যে এক নেপালি ফরোয়ার্ডকে ফাউল করে ভুটানের ডিফেন্ডার ওয়াংডি। লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। পেনাল্টিতে মাগরের শট ঠেকিয়ে দেন ভুটানি গোলরক্ষক, তবে ফিরতি শটে গোল করেন সুনিল বল। এরপর ৭৯ মিনিটে খাওয়াস ও ৮৮ মিনিটে খাদকার গোলে হালি পূর্ন হয় নেপালের।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভুটানের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে।


আরো সংবাদ



premium cement

সকল