২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সংবাদ সম্মেলনে আসেনি ভারত

-

সোমবার নবম সাফে অংশ নেয়া সাত দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এতে ছয় দল উপস্থিত থাকলেও ছিলনা ভারতের কেউ।

বাফুফে সূত্রে জানা গেছে, গুলশান থেকে আসার সময তীব্র ট্রাফিক জ্যামে পড়ে ভারতের কোচ ও অধিনায়ককে বহনকারী গাড়ী। এতে তারা বাধ্য হয়ে মতিঝিলের বাফুফে ভবনে না এসে চলে যায় ধানমন্ডিতে শেখ জামাল মাঠে। যেখানে তাদের অনুশীলন।

অবশ্য সাফ সেক্রেটারী আনোয়ারুল হক হেলাল জানান, আমি ট্রাফিক জ্যামের কথা শুনেছি। এরপরও ভারতীয় দলকে শো’কজ করবো। উত্তর মনপুত না হলে জরিমানা হবে তাদের।

এদিকে কাল সংবাদ সম্মেলনে অনেক আগে এসে আড়াই ঘন্টা বসে থেকে ক্ষুদ্ধ হয়েছেন ভুটানের কোচ ট্রেভর মরগান। তার মতে, ‘এতে আমার সাথে আসা ফুটবলারটির বিশ্রাম তো হয়নি।’ সাফ সেক্রেটারী এ জন্য বাফুফের অব্যবস্থাপনাকে দায়ী করেন।


আরো সংবাদ



premium cement