২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

লোরিসের ব্যাপারে সিদ্ধান্তের অপেক্ষায় ফ্রান্স

হুগো লোরিস - সংগৃহীত

হুগো লোরিসের ফিটনেসের উপর ফ্রান্স তাদের সিদ্ধান্ত আপাতত বন্ধ রেখেছে বলে স্বীকার করেছেন কোচ দিদিয়ের দেশ্যম। জাতীয় দলে টিকে থাকতে হলে টটেনহ্যামের এই গোলরক্ষককে লেস ব্লুজদের মেডিক্যাল স্টাফের সামনে ফিটনেস পরীক্ষা দিতে হবে।
রাশিয়া বিশ্বকাপে লোরিসের নেতৃত্বে ফ্রান্স শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। কিন্তু জার্মানি ও নেদারল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ওয়াটফোর্ডের বিপক্ষে গত রোববার টটেনহ্যামের পরাজয়ের ম্যাচটিতে লোরিস থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।

যদিও দেশ্যম নিশ্চিত করেছেন লোরিস এখনো তার বিবেচনায় ফ্রান্স দলে আছেন। শেষ পর্যন্ত না খেলতে পারলে তার স্থানে মন্টেপিলারের গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতের খেলার সম্ভাবনাই বেশি। তাকে রিজার্ভ হিসেবে দলে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement