২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্রীতি ম্যাচে কোইটোর অধীনে মাঠে নামবে উরুগুয়ে

অস্কার তাবারেজ - সংগৃহীত

আগামী মাসে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে উরুগুয়ে দলে ডাক পেয়েছেন এডিনসন কাভানি। ম্যাচটিতে নিয়মিত কোচ অস্কার তাবারেজের স্থানে অনুর্ধ্ব ২০ দলের কোচ ফাবিয়ান কোইটোর অধীনে উরুগুয়ে মাঠে নামবে।

গত ৩০ জুন পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপের শেষ ১৬’র জয়ী ম্যাচে পেশীর ইনজুরিতে পড়ার পরে কাভানি আন্তর্জাতিক কিংবা ক্লাবের হয়ে কোন ম্যাচেই অংশ নেননি। তবে ইনজুরি কাটিয়ে তিনি পিএসজির অনুশীলনে ফিরেছেন। যদিও মোনাকোর বিপক্ষে ট্রফি ডি চ্যাম্পিয়ন্সের ম্যাচে তিনি পিএসজি দলে অনুপস্থিত ছিলেন। এছাড়া লিগ ওয়ানের প্রথম দুটি ম্যাচে কায়ে ও গুইগাম্পের বিপক্ষেও তিনি খেলেননি।

আগামী ৭ সেপ্টেম্বর হাউস্টোনে মেক্সিকোর মোকাবেলা করবে উরুগুয়ে। কোইটোর অধীনে জাতীয় দলে ডাক পাওয়া ২৫জন বিদেশী লিগে খেলা খেলোয়াড়েরর মধ্যে কাভানিও ডাক পেয়েছেন। অভিজ্ঞ তাবারেজের সাথে উরুগুয়ের এখনো চুক্তি নবায়ন না হওয়ায় কোইটোর অধীনে খেলতে নামবে জাতীয় দল।


আরো সংবাদ



premium cement