২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘হ্যাটট্রিক করে মায়ের কথা খুব মনে পড়েছে’

প্রথম ম্যাচেই চার গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে দুই শামসুন্নাহারের উপস্থিতি। একজন খেলেন ডিফেন্সে, অন্য জন মিডফিল্ডার। ডিফেন্ডার শামসুন্নাহারের পরিচিতি ‘বড় শামছুন্নাহার’ হিসেবে। ফলে অন্য জন চলে গেছেন জুনিয়রের কাতারে।

বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে গোল করেছেন দুই জনই। তবে সিনিয়রকে ছাড়িয়ে ম্যাচ সেরা হয়েছেন ছোট মেয়েটি। তার হ্যাটট্রিকই (চার গোল) ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জুটিয়ে দিয়েছে। এই ম্যাচে ৪৬ মিনিটে বদলী হিসেবে নামেন ছোট শামসুন্নাহার। এই ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৪-০ গোলে।

এটি অবশ্য ‘ছোট’ শামসুন্নাহারের প্রথম হ্যাটট্রিক নয়। মার্চ-এপ্রিলে হংকংয়ে অনুষ্ঠিত জকি কাপে তার হ্যাটট্রিক ছিল ইরানের বিপক্ষে। তার মতে, ‘হংকংয়ের সেই আসরের দলগুলোই ছিল বেশী শক্তিশালী।’

তবে গতপরশু বদলী হিসেবে মাঠে নেমেই ১৭ মিনিটের মধ্যে তিন গোল করে নিজের পায়ের কাজের অনন্য স্বাক্ষর রাখেন তিনি। শুক্রবার অনুশীলনের আগে এই মিডফিল্ডার জানান, ‘হ্যাটট্রিকের পর রাতে হোটেলে ফিরে খুব মনে পড়েছে মায়ের কথা। আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন মা চলে যান দুনিয়া ছেড়ে।’

এখন নবম শ্রেণিতে পড়েন ছোট শামসুন্নাহার। ময়মনসিংহের কলসিন্দুরের ছাত্রী তিনি। তার বাড়ী মুক্তাগাছায়। তার ছোট বেলাতেই মারা যান মা। অসুস্থ মাকে ময়মনসিংহ হাসপাতালে আনা হয়েছিল; কিন্তু ডাক্তারদের সব চেষ্টাকে ব্যর্থ করে চলে যান পরপারে। শামসুন্নাহার জানান, ম্যাচ শেষে খুব মনে পড়েছিল আমার আম্মাকে। কেঁদেছিও উনার জন্য। মা বেঁচে থাকলে খুব খুশী হতেন আমার এই সাফল্যে।

শামসুন্নাহারের বাবা অসুস্থ। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বিয়ে করেন শাছুন্নাহারের মাকে। তিনিও মারা গেছেন। এই ছোট মেয়ে এখন তাদের সংসারের আয়ের উৎস। বলেন, ‘বাবা অসুস্থ। ফলে ফুটবল থেকে যে টাকা পাই তা সংসারের খরচ মেটাতে বাবার হাতে তুলে দেই। আমার টাকা দিয়ে বাবা গরু কিনেছেন। গত বছর সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর যে টাকা পেয়েছি বাবা তা আমার জন্য ব্যাংকে রেখেছেন। বলেছেন পরে আমার কাজে লাগবে।’

গত ডিসেম্বরে সাফের সময় বাংলাদেশ দলে ডাক পান তিনি। তখন অবশ্য তেমন একটা খেলার সুযোগ পাননি। তবে হংকংয়ের টুর্নামেন্টে তাকে মাঠে নামান কোচ গোলাম রাব্বানী ছোটন। সেখানে তিন ম্যাচে তার গোল পাঁচটি। হয়েছেন আসর সেরা।

গত সাফে করেন এক গোল। আর বৃহস্পতিবার ভুটানে ৪ গোল মিলে তার আন্তর্জাতিক গোলের সংখ্যা এখন ১০টি। ২০১৪ বঙ্গমাতা ফুটবলে তিনি জেতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডন বুট। পরের বার হয়েছেন টুর্নামেন্ট সেরা। দুই বারই পুরস্কার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।

পরশুর হ্যাটিট্রক সম্পর্কে শামসুন্নাহার বলেন, পুরো দল ভালো খেলেছে বলেই আমি হ্যটট্রিক করতে পেরেছি। মিডফিল্ডাররা বল না দিলে তো আমি গোল দিতে পারতাম না। জানান , এখন আমাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা । কোনো ভাবেই নিচে নামা যাবে না।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান

সকল