২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

'যে ক্লাবে এক নম্বর হিসেবে খেলতে পারব সেখানেই পাড়ি জমাব'

জো হার্ট - সংগৃহীত

ক্যারিয়ার নতুনভাবে শুরু করার লক্ষ্যে প্রয়োজনে ম্যানচেস্টার সিটি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন জো হার্ট। গত দুই মৌসুমে তোরিনো ও ওয়েস্ট হ্যামে ধারে খেলা এই গোলরক্ষক রাশিয়া বিশ্বকাপে গ্যারেথ সাউথগেটের ২৩ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাননি। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২০১৬ সালে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে প্রথমবারের মত সিটির হয়ে মাঠে নেমেছিলেন ৩১ বছর বয়সী হার্ট। কিন্তু গত দুই মৌসুমে তিনি ধারে অন্য ক্লাবে খেলতে বাধ্য হন। যে কারণে তিনি অকপটেই স্বীকার করেছেন, যে ক্লাবে এক নম্বর গোলরক্ষক হিসেবে খেলতে পারবেন সেখানেই পাড়ি জমাবেন।

এ সম্পর্কে হার্ট বলেন, ‘আমি কোনো ক্লাবে স্থায়ীভাবে যেতে চাই। আমি মনে করি ক্যারিয়ারের এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত। গত দুই মৌসুমে আমার যা করার ছিল আমি করেছি। কারণ আমি বিশ্বকাপে খেলতে চেয়েছিলাম। কিন্তু সেই সুযোগটাও হলো না। আমি অভিজ্ঞ। দীর্ঘদিন আমি সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলেছি ও এই সময়ে ফুটবলকে যথেষ্ঠ দেয়ার চেষ্টা করেছি। এখন যেকোনো ক্লাবে আমি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকতে চাই। আর স্থায়ীভাবে কোথাও গেলেই কেবল সেটা সম্ভব। সিটির সাথে আমার আর মাত্র এক বছরের চুক্তি বাকি আছে। আমি এখন আর ধারে কোথাও যেতে চাই না। কারণ আমার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। একজন খেলোয়াড় যখন ধারে থাকে, বিশেষ করে এই বয়সে সেটা হলে তখন মানুষ তাকে করুনা করে।’

শ্রুসবিউরি থেকে ২০০৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পরে হার্ট সিটিজেনদের হয়ে তিন শ'রও বেশি ম্যাচে অংশ নিয়েছেন।


আরো সংবাদ



premium cement