২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বকাপ ব্যর্থতা ভুলতে কী করছেন মেসি?

বিশ্বকাপ ব্যর্থতা ভুলতে কী করছেন মেসি? - ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে ছুটি কাটাতে ব্যস্ত লায়োনেল মেসি। স্পেনের উপকূলে বালেরিক দ্বীপের ফরমেন্তেরোয় স্ত্রী আন্তোনেলা রোকুজো এবং সন্তানদের নিয়ে খোশমেজাজেই দেখা গিয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মেসির আর্জেন্টিনা। তারপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন এবং জল্পনা, এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন এলএমটেন। এই প্রসঙ্গে আর্জেন্টিনার সাবেক কার্লোস তেভেজ বলেছেন, ‘বারবার অবসরের কথা তুলে মেসিকে বিভ্রান্ত করা উচিত নয়। বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার জন্য ওকে কাঠগড়ায় তোলা অর্থহীন। কোচ জর্জ সাম্পাওলির প্রশিক্ষণে দল হিসেবেই খেলতে পারেনি আর্জেন্টিনা। এরকম দুর্বল রক্ষণ নিয়ে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় বেশি দূর এগনো সম্ভব নয়। এর উপর কাবায়েরোর ওইরকম ভুল। মেসি তো বলের জোগানই পায়নি। বিশ্বের প্রতিটি দল ওর জন্য ডাবল জোনাল মার্কিংয়ের ব্যবস্থা করবে। সেই সুযোগ তো বাকিদের নেয়া উচিত ছিল।

কোনো সন্দেহ নেই যে. মেসিই আর্জেন্টিনার সেরা ফুটবলার। এখনো জাতীয় দলে ও অপরিহার্য। সবে বিশ্বকাপ শেষ হয়েছে। এখন বেশ কিছুদিন বিশ্রাম নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাভাবনা করুক ও। ঠাণ্ডা মাথায় মেসি ঠিক সিদ্ধান্তই নেবে।’

ইডেন হ্যাজার্ডকে ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ মরিসিও সারি
বিশ্বকাপ চলাকালীনই চেলসি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। শোনা যাচ্ছে, আসন্ন মরশুমে রিয়াল মাদ্রিদে তিনিই হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্ত। গত তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সম্প্রতি উচ্ছ্বূসিত প্রশংসা করেছেন হ্যাজার্ডের। এর ফলেই জল্পনার আগুনে ঘৃতাহুতি পড়েছে। চেলসির নতুন কোচ মরিসিও সারি অবশ্য যে কোনও মূল্যে ইডেন হ্যাজার্ডকে স্টামফোর্ড ব্রিজে রাখতে চান।

বিশ্বকাপের পর চেলসি কর্তৃপক্ষের কাছে বেশ কিছুদিন বিশ্রাম চেয়েছেন ইডেন হ্যাজার্ড ও থিবাউট কোর্তোয়াস। উল্লেখ্য, বিশ্বকাপে সেরা গোলরক্ষকের সম্মান পাওয়া বেলজিয়ান দুর্গপ্রহরীও চেলসি ছাড়তে চান। বুধবার মরিসিও সারি বলেছেন, ‘হ্যাজার্ডের সঙ্গে দেখা করে কথা বলতে চাই। টেলিফোনে এই ধরনের আলোচনা হয় না। ২০১৮-১৯ মরশুমে ওকে আমার প্রয়োজন। তাই চোখে চোখ রেখে কথা বলাই ভালো। এই মুহূর্তে ইউরাপের প্রথম দুই-তিনজনের মধ্যে হ্যাজার্ড থাকবে। সদ্যসমাপ্ত বিশ্বকাপে ও দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছে। ব্রাজিলের বিরুদ্ধে বেলজিয়ামের জয়ের অন্যতম কারিগর হ্যাজার্ড। আমার পরিকল্পনায় ও প্রবলভাবেই রয়েছে।’

২০১২ সালে লিলি থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন হ্যাজার্ড। এই পর্বে দু’টি প্রিমিয়ার লিগ সহ পাঁচটি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তবে গত মরশুমে ইতালিয়ান কোচ আন্তোনি কন্তের প্রশিক্ষণ পদ্ধতি খুশি করতে পারেনি হ্যাজার্ডকে। বেলজিয়ান তারকাটির মনে হয়েছিল, কোচের রক্ষণাত্মক স্ট্র্যাটেজির জন্য তাঁর স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়েছে। এছাড়া পেমেন্ট নিয়েও ক্ষোভ রয়েছে হ্যাজার্ডের। এবার রিয়াল মাদ্রিদের ডাক পাওয়ায় চেলসি ছাড়তে মরিয়া তিনি। কিন্তু তাঁকে ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী ব্লুজের নতুন কোচ সারি। ইতিমধ্যেই তিনি বলেছেন, ‘আন্তোনিও কন্তের পদ্ধতির অনুসরণ করব না। প্রত্যেক কোচেরই নিজস্ব কিছু ধ্যানধারণা রয়েছে। স্কোয়াডে ফুটবলারদের বুঝে নিয়ে স্ট্র্যাটেজি বা ফর্মেশন ঠিক করব। কোচ হিসেবে আমার প্রথম ও প্রধান লক্ষ্য, ফুটবলারদের থেকে সহজে সেরাটা বের করে নেওয়া। তার জন্য বন্ধুর মতো মেশা অত্যন্ত প্রয়োজনীয়।’

ইতালির প্রাক্তন ফরোয়ার্ড গিয়ানফ্রাঙ্কো জোলাকে এদিন মরিসিও সারির সহকারী হিসেবে নিয়োগ করল চেলসি। উল্লেখ্য, ১৯৯৬-২০০৩ পর্যন্ত এই ক্লাবেই খেলেছেন তিনি। ২০১৬-১৭ মরশুমে বার্মিংহাম সিটিকে প্রশিক্ষণ দিয়েছেন জোলা। বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘ফুটবলার জীবনে চেলসির হয়ে ছ’টি ট্রফি পেয়েছি। এবার ভূমিকা বদলেছে। মরিসিও সারির সহকারী হিসেবে কাজ করার জন্য মুখিয়ে আছি। নতুন মরশুমে ক্লাবকে একাধিক সাফল্য এনে দেওয়াই আমার লক্ষ্য।’


আরো সংবাদ



premium cement