১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ইট মেরে পাটকেল খেলেন ম্যারাডোনা

মেসি, ম্যারাডোনা, রামোস, বিশ্বকাপ
রামোসের দৃষ্টিতে ম্যারাডোনার চেয়ে এগিয়ে মেসি - সংগৃহীত

স্পেন ও রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসের দৃষ্টিতে আর্জেন্টিনার কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনার চেয়ে ঢেড় গুণ এগিয়ে লিওনেল মেসি। তিনি বলেন, ‘আর্জেন্টিনার মানুষ বেশ ভালোই জানে বিশ্বসেরা ফুটবলারের (মেসি) চেয়ে বেশ পিছিয়ে ম্যারাডোনা। আমার কাছে সেরা আর্জেন্টাইন ফুটবলার একজনই। তিনি হলেন, লিওনেল মেসি।’

সম্প্রতি রাশিয়া বিশ্বকাপে নিয়ে একটি সাক্ষাৎকারে রামোসকে নিয়ে মন্তব্য করেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘রামোসের চেয়ে দিয়েগো গোডিন অনেক ভাল ডিফেন্ডার।’

ম্যারাডোনার এমন মন্তব্য কানে পৌঁছেছে রামোসের। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। যার পরিপ্রেক্ষিতে ম্যারাডোনাকে নিয়ে এই মন্তব্য করেছেন রামোস।

গোডিন উরুগুয়ের ডিফেন্ডার। ক্লাব ফুটবলে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন তিনি। উরুগুয়ের হয়ে ১১৯ ম্যাচে ৮ গোল ও অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ২৪৭ ম্যাচে ১৪ গোল করেছেন ৩২ বছর বয়সী গোডিন। ২০১০ সালে ভিয়ারিয়াল ছেড়ে অ্যাথলেটিকোতে যোগ দেন তিনি। এরপর থেকে অ্যাথলেটিকোতেই আছেন গোডিন। রাশিয়া বিশ্বকাপেও উরুগুয়ের ডিফেন্স সামলানোর দায়িত্ব তার কাঁধে রয়েছে।

গোডিনের চেয়ে অভিজ্ঞতায় বেশ এগিয়ে রামোস। স্পেনের হয়ে ১৫৪ ম্যাচে ১৩ গোল ও রিয়াল মাদ্রিদের হয়ে ৩৯১ ম্যাচে ৫৩ গোল করেছেন ৩২ বছর বয়সী রামোস। ২০০৫ সাল থেকে রিয়ালে খেলছেন তিনি।

মেসি কেন এগিয়ে সেটিও স্পষ্ট করেছেন রামোস। তিনি বলেন, ‘মেসির যে রেকর্ড আছে ম্যারাডোনার তা নেই। মেসি যা করে দেখিয়েছে ম্যারাডোনা তা করতে পারেনি। মেসি দুরন্ত খেলোয়াড়। তবে এটি ঠিক, জাতীয় দলের হয়ে ম্যারাডোনার চেয়ে ভালো কিছু করতে পারেনি মেসি। কারণ জাতীয় দলে তাকে যোগ্য সহায়তা কেউই দিতে পারে না। যা ক্লাব ফুটবলে মেসি পেয়ে থাকেন।’

বিশ্বকাপের ‘বি’ গ্রুপে দুটি করে ম্যাচ শেষে সমান চার পয়েন্ট স্পেন ও পর্তুগালের। তিন পয়েন্ট ইরানের। দুই ম্যাচ হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মরক্কো। আগামীকাল মরক্কোর মুখোমুখি হবে স্পেন। ওই ম্যাচে জিতলে বা ড্র করলেই শেষ ষোলোর টিকিট কাটবে স্পেন। আর যদি হেরে যায় এবং অন্য ম্যাচে যদি পর্তুগাল-ইরান ড্র করে তবে গোল গড়ের হিসাব-নিকাশে পড়বে স্প্যানিশরা।

তবে এসব নিয়ে না ভেবে শেষ ম্যাচে জয় ছাড়া স্পেন কিছুই ভাবছে না বলে জানান রামোস। তিনি বলেন, ‘শেষ ম্যাচে জয় ছাড়া আমরা অন্য কিছু ভাবছি না বা ভাবতে চাই না। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে খেলতে চাই।’

 

আরো পড়ুন : ম্যারাডোনাও কাঁদলেন

নবাগত দল আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্রয়ের পর রাশিয়া ফুটবল বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের লজ্জা পায় দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে শেষ ষোলোতে আর্জেন্টিনার যাওয়ার পথ অনেকাংশেই কঠিন হয়ে গেল।

ক্রোয়েশিয়ার কাছে হার মেনে নিতে পারেননি আর্জেন্টিনার সমর্থকেরা। ঠিকই তেমনি মেনে নিতে পারেননি আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে দ্বিতীয় ও সর্বশেষ বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক দিয়াগো ম্যারাডোনা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর গ্যালারিতে কাঁদতে দেখা গেছে ম্যারাডোনাকে। উত্তরসূরিদের এমন বড় পরাজয় মেনে নিতে পারেননি ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তাই গ্যালারিতে বসে মেসিদের খেলা দেখা শেষে কাঁদেন ম্যারাডোনা।

ম্যাচ শুরুর আগে বেশ হাসিখুশিই ছিলেন ম্যারাডোনা। এমনকি ৫৩ মিনিটে আর্জেন্টিনা পিছিয়ে যাওয়ার পরও চিন্তিত দেখা যায়নি ম্যারাডোনাকে। কিন্তু ৮০ মিনিটে আর্জেন্টিনার দ্বিতীয় গোলের পরই রেগে যান। মাথায় হাত দিয়ে, চেয়ারে বাড়িয়ে দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর ম্যাচ শেষে কাঁদলেন ম্যারাডোনা। কারণ ততক্ষণে হারের লজ্জা বরণ করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শুরু থেকে ম্যারাডোনার প্রতি স্পট লাইট ছিল টিভি ক্যামেরার। ম্যাচ শেষে ম্যারাডোনার কান্না ও চোখের পানি মোছার চিত্র দেখিয়েছে টিভি ক্যামেরা।

১৯৯০ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে যাওয়ার পর কেঁদেছিলেন ম্যারাডোনা। সেই দৃশ্য এখন বিশ্বকাপের আর্কাইভে জ্বল জ্বল করছে। গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারের পর এবং গত রাতে ক্রোয়েশিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পর আবারো কাঁদলেন ম্যারাডোনা।


আরো সংবাদ



premium cement
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পাশ্চাত্যের দেশগুলো সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৮০ লাখ টাকার মালামাল লুট প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় গাজায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ : রাশিয়া পিকআপচালককে হত্যা করে রেললাইনে লাশ ফেল গেল দুর্বৃত্তরা এক মাস না যেতেই ভেঙে গেলো রাজকীয় বিয়ে! ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭ নোয়াখালীতে মেলায় সংর্ঘষ নিহত ১ কবরস্থান থেকে বৃদ্ধার বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন : পুত্রবধূ ও নাতনি গ্রেফতার মিরসরাইয়ে বজ্রপাতে কৃষকের তিন গরুর মৃত্যু

সকল