২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সার্বিয়াকে হারিয়ে ব্রাজিলের পাশে সুইজারল্যান্ড

সার্বিয়াকে হারিয়ে ব্রাজিলের পাশে সুইজারল্যান্ড - ছবি : সংগৃহীত

বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে শুক্রবার সার্বিয়াকে ২-১ হারাল সুইজারল্যান্ড৷ প্রথমার্ধেই মিত্রোভিচের গোলে এগিয়ে গিয়েছিল সার্বিয়া৷ তাদিখের ক্রশ থেকে হেডে করে গোল করেছিলেন মিত্রোভিচ৷ তবুও শেষরক্ষা হলো না৷ দ্বিতীয়ার্ধে জোরালো আক্রমণে ফিরে দুটি গোল করে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ পকেটে পুরল সুইজারল্যান্ড৷ দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন গ্রানিত জাকা৷ ৯০ মিনিটে দু’নম্বর গোলে দলের জয় নিশ্চিত করেন জাকিরি৷

এই জয়ের ফলে দু’ম্যাচ চার পয়েন্ট নিয়ে ব্রাজিলের সঙ্গে একই অবস্থানে থাকল সুইৎজারল্যান্ড৷ শেষ পর্যন্ত জয় এলেও শুরুতে ভালো ছন্দ নিয়ে শুরু করতে পারেনি সুইসরা৷ প্রথমার্ধের বেশিরভাগ সময় সুইস রক্ষণ ভেদ করে গোলের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল সার্বিয়ার ফুটবলাররা৷ প্রথমার্ধের শেষের দিকে গোলপোস্টের খুব কাছ থেকে হেডে করে নিশ্চিত গোল মিস করেন তাদিখ নাহলে প্রথমার্ধেই দু’টি গোলের মুখ দেখত সার্বিয়া৷

প্রথমার্ধটা সার্বিয়ার থাকলে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নেয়ার চেষ্টা শুরু করে দেয় সুইজারল্যান্ড৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই জাকিরির একটি শট সার্বিয়ার ডিফেন্ডারের শরীরে লেগে ফিরে আসার সময় ফিরতি বলে বিদ্যুৎ গতির শটে গোল করেন জাকা৷ সমতায় ফিরলেও ম্যাচ উইনিং গোলের জন্য অনেক্ষণ অপেক্ষা করতে হয় সুইসদের৷ সুইজারল্যান্ডের দ্বিতীয় গোলটি আসে ৯০ মিনিটে৷ কোনাকুনি শটে গোল করেন জাকিরি৷


আরো সংবাদ



premium cement