২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ফ্রান্স

পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ফ্রান্স - এএফপি

 পেরুর বিপক্ষে ৩৩ মিনিটে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ফ্রান্স। এমনিতেই নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে কিছুটা এগিয়ে ছিল এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্স। প্রথম পর্বের প্রতিটি দলের প্রথম ম্যাচে ফেবারিটদের মধ্যে ফ্রান্সই কেবল জয় পেয়েছিল। লাতিন আমেরিকান দেশ পেরুর বিপক্ষে আজ জিততে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তাদের। আন্তোনিও গ্রিজম্যানরা যদি সেটা করতে পারে, তাহলে তৃতীয় দল হিসেবে শেষ ষোল নিশ্চিত হবে তাদের।

পেরুর বিপক্ষেই তাই দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত করে ফেলার কাজটি করে ফেলতে চায় দিদিয়ের দেশমের শিষ্যরা। এ কারণে লাতিনদের বিপক্ষে আজ দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছেন কোচ দিদিয়ের দেশম। কোরেন্তিন তোলিসোর পরিবর্তে আজ মাঠে নামানো হচ্ছে ব্লাইজ মাতুইদিকে। অন্যদিকে ওসমান ডেম্বেলের পরিবর্তে মাঠে নামানো হচ্ছে আর্সেনাল তারকা অলিভিয়ের জিরুকে।


অন্যদিকে ডেনমার্কের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ার কারণে বিদায়ের শঙ্কায় রয়েছে পেরু। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয়ছাড়া কোনো বিকল্প নেই পেরুভিয়ানদের সামনে। এ কারণে, পেরু কোচ রিকার্ডো গারেসা একাদশ সাজাতে গিয়ে দুটি পরিবর্তন এনেছেন। দলীয় অধিনায়ক পাওলো গুয়েরেরোকে ফেরানো হয়েছে একাদশে। সঙ্গে আগের ম্যাচ থেকে বাদ দেয়া হয়েছে জেফারসন ফারফানকে। নেয়া হয়েছে পেদ্রো অ্যাকুইনোকে।

ফ্রান্স একাদশ : হুগো লরিস (১) (গোলরক্ষক/অধিনায়ক), স্যামুয়েল উমতিতি (৫), রাফায়েল ভারানে (৪), লুকাস হার্নান্দেজ (২১), বেঞ্জামিন পাভার্দ (২), আন্তোনিও গ্রিজম্যান (৭), এনগোলো কন্তে (১৩), পল পগবা (৬), অলিভিয়ের জিরু (৯), ব্লাইজ মাতুইদি (১৪), কাইলিয়ান এমবাপে (১০)।

পেরু একাদশ : পেদ্রো গ্যালেস (১) (গোলরক্ষক), আলবার্তো রদ্রিগেজ (২), ক্রিশ্চিয়ান রামোস (১৫), মিগুয়েল ত্রাউকো (৬), লুইস অ্যাডভিনচুলা (১৭), ক্রিশ্চিয়ান চুয়েভা (৮), ইয়োশিমার ইয়োতুন (১৯), পেদ্রো অ্যাকুইনো (২৩), পাওলো গুয়েরেরো (৯), এডিসন ফ্লোরেজ (২০), আন্দ্রে ক্যারিওলা (১৮)।


আরো সংবাদ



premium cement