২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

আজ আর্জেন্টিনা জিততে পারে যদি মেসি...

ফুটবল
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ম্যাচ ছিলো ক্রোয়েশিয়ার বিপক্ষেই। - ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে আজকে যে খেলার দিকে সবার নজর থাকবে সেটি হচ্ছে ডি গ্রুপের আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ।

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচেই যেভাবে আইসল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ড্র করে মূল্যবান পয়েন্ট খুইয়ে বসেছে, তাতে তাদের সমর্থকরা রীতিমত হতাশ।

অন্যদিকে ক্রোয়েশিয়া প্রথম খেলাতেই নাইজেরিয়াকে হারিয়ে ইতোমধ্যেই মোটামুটি সুবিধাজনক অবস্থানে।

ক্রোয়েশিয়াকে বেশ শক্ত এবং ভালো দল বলেই বিবেচনা করছেন অনেকে। এ অবস্থায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলায় আজকে আর্জেন্টিনা কি রকম চাপের মধ্যে থাকবে?

বিবিসির সাবেক স্পোর্টস এডিটর এবং ক্রীড়া ভাষ্যকার মিহির বোস বলেন প্রথম খেলায় সবাই ভেবেছিলো আর্জেন্টিনা সহজেই জিতবে কিন্তু তারা খুব একটা ভালো খেললো না।

‘ক্রোয়েশিয়া ভালো দল। তাদের লিওনেল মেসির মতো খেলোয়াড় নেই। কিন্তু লুকা মাদ্রিকের মতো দারুণ খেলোয়াড় আছে। আর অনেকেই মনে করেন গত দু দশকে এটা ক্রোয়েশিয়ার সবচেয়ে ভালো টীম।’

মি. বোস বলেন, ‘আর্জেন্টিনার সমস্যা হলো পুরনো। তাদের টীমে একজন দারুণ খেলোয়াড়-মেসি। কিন্তু এক খেলোয়াড় তো ম্যাচ জেতাতে পারে না।’

তিনি বলেন, মেসিকে বন্ধ করলে সমস্যা হয় যেটি আইসল্যান্ড করেছিলো। এ সমস্যার সমাধান কী? আর্জেন্টিনার কোচ সেটিই পাচ্ছেন না।

‘আর্জেন্টিনার ভালো খেলোয়াড় আছে আগুয়েরা, হিগুয়েন। কিন্তু পর্তুগালের একটা খেলোয়াড় যেমন টিমকে উঠাতে পারছেন, সেটা মেসি পারছেন না।’

‘আরেকটা চাপ হলো আর্জেন্টিনার মধ্যে অনেকেই মনে করেন মেসি দারুণ খেলোয়াড় কিন্তু দেশের কোনো প্রেম নেই। আর্জেন্টিনার জন্য কিছু করেনি। কোনো ট্রফি জেতেনি। বার্সেলোনার জন্য করেছে। যখনি মেসি করতে পারে না তখনি আর্জেন্টিনার অনেকে বলে মেসি আর্জেন্টাইন না, মেসি স্প্যানিশ।’

আর্জেন্টিনাকে জেতাতে তাহলে মেসিকে কী করতে হবে- এমন প্রশ্নের জবাবে মিহির বোস বলছেন, মেসির ম্যারাডোনার মতো করতে হবে।

‘ছিয়াশি সালে আর্জেন্টিনা টিম খুব ভালো ছিলো না। কিন্তু বিশ্বকাপের অন্যতম সেরা গোল তার। একাই ৫/৭ জনকে কাটিয়ে গোল করেছেন, মেসিকে সেটাই করতে হবে। কিন্তু সেটা এখনো মেসি দেখাতে পারছে না।’

জিতলে ক্রোয়েশিয়া উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে
আজকের ম্যাচ জিতেলই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে ক্রোয়েশিয়া।

নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে নাইজেরিয়াকে।

অন্যদিকে আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করা আর্জেন্টিনার জন্য এ ম্যাচটি বাঁচা-মরার লড়াই।

অবশ্য ২০০৬ সালে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ম্যাচ ছিলো ক্রোয়েশিয়ার বিপক্ষেই। সূত্র: বিবিসি

আরো পড়ুন :
মেসি-নেইমারদের কী হয়েছে?
নয়া দিগন্ত অনলাইন, ১৮ জুন ২০১৮
বি’ গ্রুপে পর্তুগাল-স্পেন ম্যাচ ড্র’য়ে নিস্পত্তি হওয়া অস্বাভাবিক কিছু নয়। ইউরো চ্যাম্পিয়ন পর্তুগিজদের একাই টেনে নিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্প্যানিশ দল সেয়ানে সেয়ানে লড়াই চালিয়ে গ্রুপের সব থেকে কঠিন ম্যাচ উতরে গেছে না হেরে৷ তবে ‘ডি’ গ্রুপে আইসল্যান্ডের কাছে আর্জেন্টিনার আটকে যাওয়া ও ‘এফ’ গ্রুপে মেক্সিকোর কাছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির হার কার্যত রাশিয়া বিশ্বকাপের শুরুতেই অঘটন হিসাবে বিবেচিত হচ্ছে।

অঘটনের তালিকা আরো দীর্ঘ হলো ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল সুইজারল্যান্ডের কাছে আটকে যাওয়ায়৷ প্রথমার্ধে কুটিনহোর গোলে এগিয়ে গিয়েও নেইমাররা ১-১ গোলে ড্র করে সুইসদের বিরুদ্ধে।

বিশ্বকাপের আগে ফুটবল বিশ্বের নজর ছিল রোনালদো, মেসি, নেইমার ত্রয়ীর দিকে৷ প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সিআর সেভেন বিশ্বকাপের নায়ক হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন। গোল করা তো দূরের কথা, আর্জেন্টিনার প্রথম ম্যাচে পেনাল্টি মিস করে কার্যত খলনায়ক বনে গেছেন মেসি৷ সেই অর্থে নেইমারকে খলনায়ক বলা যাবে না বটে, তবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচে তাকে পার্শ্বচরিত্র হিসেবেও বিবেচনা করা কঠিন হয়ে দাঁড়াবে।

মেসির মতো একাধিক মার্কার বরাদ্দ ছিল নেইমারের জন্যও। এক মুহূর্তের জন্য খালি জায়গা ছেড়ে রাখা হয়নি নেইমারের আশেপাশে। প্রতিপক্ষের বেড়াজাল ভাঙতে পারেননি মেসি৷ নেইমারও পারলেন না। তবু ব্রাজিল সমর্থকদের আশাবাদী করে তুলেছিল ২০ মিনিটে ফিলিপ কুটিনহোর দুরন্ত গোল৷ প্রথমার্ধে চালকের আসনে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধে গোল খেয়ে বসায় কাজে লাগেনি বার্সা তারকার মূল্যবান অবদান।

৫০ মিনিটের মাথায় হফেনহেইমের মিডফিল্ডার স্টিভেন জুবের কর্ণার কিক থেকে হেডারে ব্রাজিলের জালে বল জড়িয়ে ম্যাচে সমতা ফেরান৷ বাকি সময়ে ব্রাজিল মরিয়া আক্রমণে গিয়েও ম্যাচের স্কোরলাইন বদলাতে পারেনি। প্রতিআক্রমণ থেকে সুইসরাও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল বটে, তবে ধৈর্য দেখাতে না পারায় তা কাজে লাগাতে পারেনি তারা।


আরো সংবাদ



premium cement
জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা? কিশোরগঞ্জে নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার যুবকের লাশ উদ্ধার ভুয়া সনদ সিন্ডিকেট : কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানকে ডিবির জিজ্ঞাসাবাদ ঢাকার পয়োবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার : পরিবেশমন্ত্রী

সকল