২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মেসির পেনাল্টি মিস নিয়ে যা ভাবছে ক্রোয়েশিয়া

মেসির পেনাল্টি মিস নিয়ে যা ভাবছে ক্রোয়েশিয়া - সংগৃহীত

ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার লুকা মড্রিচ বিশ্বাস করেন শনিবার নাইজেরিয়ার বিপক্ষে তার দলের ২-০ গোলের জয় ‘ডি’ গ্রুপে ফেবারিট আর্জেন্টিনার উপর চাপ সৃষ্টি করবে।
৭১ মিনিটে মড্রিচের পেনাল্টির গোলে নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপে শুভ সূচনা করেছে ক্রোয়েশিয়া। অন্যদিকে গ্রুপের প্রথম ম্যাচে পুঁচকে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ক্রোয়েটরা।

আগামী বৃহস্পতিবার নোভগোরোদে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। আর গুরুত্বপূর্ণ ঐ ম্যাচের আগে মড্রিচ মনে করেন তার দল কিছুটা হলেও এগিয়ে থাকবে। কাল ম্যাচ শেষে মড্রিচ বলেছেন, ‘আর্জেন্টিনা অবশ্যই শক্তিশালী দল। কিন্তু আজকের জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি আজেন্টাইনদের বিপক্ষেও আমরা ভালো খেলব। তবে ম্যাচটা মোটেই সহজ হবে না। তারা এই গ্রুপের ফেবারিট দল হতে পারে। একইসাথে তারা অবশ্যই জয়ের জন্য মাঠে নামবে। কিন্তু আজকের ফলাফলটা তাদের কাছে মোটেই প্রত্যাশিত ছিল না।’

লিওনেল মেসির পেনাল্টি মিসের খেসারত দিতে হয়েছে আর্জেন্টিনাকে। আর সে কারনেই দিনের দ্বিতীয় ম্যাচে স্পট কিক থেকে শট নেবার আগে মড্রিচ নার্ভাস ছিলেনা কিনা, এমন প্রশ্নের উত্তরে এই রিয়াল মাদ্রিদ তারকা বলেছেন, ‘না, মোটেই না। আমি গোলের দিকে গুরুত্ব দিয়েছি। গোল পাওয়াতে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এছাড়া এ ব্যপারে আর কিছুই বলতে চাইনা।’

এর আগে আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। সেট পিস থেকে কোন গোল না পাওয়ার বিষয়টিকে মোটেই নেতিবাচক ভাবে দেখছেন না ক্রোয়েশিয়ান কোচ জøাটকো ডালিচ। তিনি বলেন, জয় জয়ই, সেটা যেভাবেই হোক না কেন। কর্নার আর পেনাল্টি, উভয়ই ম্যাচেরই একটি অংশ। গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলো থেকে দল গোল পাচ্ছে কিনা। এখানে ভাগ্যেরও একটি বিষয় আছে। আজ আমরা সৌভাগ্যবান ছিলাম। আমাদের আরো বেশী আক্রমনাত্মক হওয়া উচিত ছিল। কিন্তু সব মিলিয়ে এই ফলাফলে আমি সন্তুষ্ট।

পেনাল্টি মিসের জন্য দুঃখ প্রকাশ করলেন মেসি
আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিসের জন্য দুঃখ প্রকাশ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মস্কোতে অনুষ্ঠিত গ্রুপ-ডি’তে নিজেদের প্রথম ম্যাচে মেসির পেনাল্টি মিসে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে গতবারের রানার্স-আপ আর্জেন্টিনা।

ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘পেনাল্টির সুযোগ নষ্ট করার বিষয়টি সত্যিই দুঃখজনক। কারণ এটা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। কিন্তু ড্র সত্ত্বেও আমরা মোটেই আশা হারাচ্ছি না। আমাদের এখনও লক্ষ্য একটাই। তারপরেও আমি মনে করি জয়টা আমাদের প্রাপ্য ছিল। আইসল্যান্ডের রক্ষণভাগের বিপক্ষে আমরা আক্রমণাত্মক ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ফলাফল আমাদেও পক্ষে যায়নি।’
আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে কিছুদিনের বিশ্রাম পাচ্ছে পুরো দল। যে কারণে প্রস্তুতিটাও ভালো হবেই বলেই বিশ্বাস মেসির।


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা

সকল