২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

পেনাল্টি মিসের খেসারত দিল পেরু

পেনাল্টি মিসের খেসারত দিল পেরু - ছবি : সংগ্রহ

দীর্ঘ ৩৬ বছরের বিরতির পর বিশ্বকাপে কামব্যাক ম্যাচটা ভালো যায়নি পেরুর। ১৯৮২ সালে সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল পেরু। এরপর এবার তারা অর্জন করেছে রাশিয়ার টিকিট। কিন্তু শনিবার সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে হেরে গেছে ১-০ গোলে।

মোর্দোভিয়া স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিলো । দ্বিতীয়ার্ধে ডেনমার্কে ইউসুফ পলসেন গোল করে ইউরোপীয় দলটিকে এগিয়ে নেন, এই গোল আর শোধ করতে পারেনি পেরু। অথচ ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো তার। পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে পারেননি ক্রিশ্চিয়ান কুয়েভা। বার পোস্টের কয়েক গজ উপর দিয়ে উড়িয়ে মারে তিনি।

ফলে নিজেদের প্রথম ম্যাচে ডেনিসদের কাছে ১-০ গোলে হেরে যেতে হলো র। সে সঙ্গে দারুণ এক জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার ক্ষেত্রে সি গ্রুপে এগিয়ে থাকলো ডেনমার্ক।


আরো সংবাদ



premium cement