২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

২০২৬ বিশ্বকাপ নিয়ে বিতর্কের জন্ম দিলেন ম্যারাডোনা

ডিয়াগো ম্যারাডোনা - ছবি : সংগ্রহ

২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ভোটাভুটিতে আয়োজক চূড়ান্ত হওয়ার পরদিনই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন সাবেক আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনা। ম্যারাডোনা মনে করেন, বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব এমন দেশগুলোকে দেয়া উচিত নয়, যাদের ফুটবল নিয়ে কোন উন্মাদনা নেই।

ম্যারাডোনা মনে করেন, ফুটবল আঙিনায় অসফল দেশ মেক্সিকো। আর খেলা প্রতি তেমন টানও নেই, দেশটির জনগনের। তাই এমন দেশকে কখনই বিশ্বকাপের মতো আসর আয়োজনের দায়িত্ব দেওয়া উচিত হয়নি।
বুধবার ফিফার কংগ্রেসে মরক্কোকে ভোটে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের আয়জনের দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা। বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করাতেই তিন দেশকে দেওয়া হলো এই দায়িত্ব। এ সিদ্ধান্ত মোটেও ভালো লাগেনি ১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনার।

এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘আমার এটা ভালো লাগেনি। মেক্সিকো কখনও এটার যোগ্য নয়। যদি মেক্সিকানরা জার্মানি অথবা ব্রাজিলের সামনে পড়ে, তবে তারা বুম (বাদ পরে যাবে)।’

যুক্তরাষ্ট্র আর কানাডা নিয়েও তার আপত্তি। ম্যারাডোন বলেন, ‘সেখানে কোনো আবেগ নেই (ফুটবলের প্রতি)। কানাডিয়ানরা হয়ত কাজ করতে চাইবে, তবে আমেরিকানরা দেখা যাবে এক খেলায় ৪ বারে ২৫ মিনিট ধরে শুধু তাদের বিজ্ঞাপনই দেখিয়ে যাবে।’

আরো পড়ুন :

কী জাদু দেখাবেন মেসিরা!
আগামীকাল রাশিয়ার ফুটবল বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় আর্জেন্টিনা। প্রথমবারের মত বিশ্বকাপে সুযোগ পাওয়া আইসল্যান্ড চায়, ভালো কিছু করে দেখাতে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের লড়াই।

অনেকটা ভাগ্যের জোড়েই বিশ্বকাপে জায়গা করে নেয় আর্জেন্টিনা। বাছাই পর্বে ১৮ ম্যাচে ৭ জয়, ৭ ড্র ও ৪ হারে ২৮ পয়েন্ট নিয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চলে তৃতীয়স্থান পেয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটে হর্হে সাম্পাওলির শিষ্যরা। তবে সেসব এখন অতীত।

আত্মবিশ্বাস নিয়ে রাশিয়া বিশ্বকাপ খেলতে আসে আর্জেন্টিনা। মস্কো থেকে ত্রিশ মাইল দূরে ব্রনিস্তিতে বেস ক্যাম্প করেছে তারা। সেখানে পৌছেই নিজেদের আত্মবিশ্বাসের কথা বলেছিলেন আর্জেন্টিনার কোচ সাম্পাওলি। তিনি বলেন, ‘অতীত এখন আমাদের সাথে নেই। আমরা ভবিষ্যত নিয়েই চিন্তা করছি। দল হিসেবে আমরা এখন অনেক বেশি গোছানো। আশা করি আমাদের সামনের দিন গুলো ভালো কাটবে।’
বিশ্বকাপ শুরুর তিনদিন আগেই রাশিয়ায় পৌছায় আর্জেন্টিনা। ইতোমধ্যে সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে মেসি-ডি মারিয়া-আগুয়েরোরা। আইসল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত তারা। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চাইছেন সাম্পাওলি। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ভালোভাবে এবারের বিশ্বকাপ শুরু করা। বুঝাই যাচ্ছে, জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা। আইসল্যান্ড ভালো দল। যোগ্য দল হিসেবেই বিশ্বকাপে এসেছে। তবে আমরা সতর্ক পরিকল্পনামাফিক খেলতে পারলে এ ম্যাচে জয় পাওয়া কঠিন নয়। এ ম্যাচে ভালো ফল অর্জন করতে পারলে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলো আরো সহজ হয়ে যাবে।’

কোচের মতো জয় ছাড়া অন্য কিছু ভাবছেন দলের রক্ষণভাগের প্রহরি মার্কোস রোহো। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে গড়ে উঠেছি। রাশিয়া বিশ্বকাপ নিয়ে আমাদের স্বপ্ন অনেক বড়। গত বিশ্বকাপের স্মৃতি আমরা এখনো মনে করি। আমরা জানি কিভাবে জয় তুলে নিতে হয়। তবে আমাদের অনেক দূর যেতে হবে এবং বড় সাফল্য পেতে হেবে। কিন্তু আমরা এখন প্রথম ম্যাচ নিয়েই সবচেয়ে বেশি ভাবছি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি, আমরা ভালো খেলতে সক্ষম হবো এবং জয় নিয়েই মাঠ ছাড়ব।’

গত আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে শেষ ষোলোতে উঠে আর্জেন্টিনা। এরপর সেখান থেকে টানা তিন জয়ে ফাইনালেও জায়গা করে নেয় আর্জেন্টিনা। তৃতীয়বারের মত বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিততে ফাইনালে জার্মানির মুখোমুখি হয় মেসির দল। কিন্তু পুরো ফাইনাল ম্যাচে ভালো খেলেও অতিরিক্ত সময়ের শেষ দিকে এক গোল হজম করে বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে পারেনি আর্জেন্টিনা। তাই রানার-আপের তকমা গায়ে এটে ২১তম বিশ্বকাপে যাত্রা শুরু করতে হচ্ছে আর্জেন্টিনাকে।

চলতি বছর বিশ্বকাপের প্রীতি ম্যাচের আগে গেল মার্চে দু’টি খেলায় অংশ নেয় আর্জেন্টিনা। এবারের আসরে বিশ্বকাপ বাছাই পর্ব টপকাতে না পারা ইতালির বিপক্ষে ২-০ বিপক্ষে জয় পায় সাদা-নীল জার্সিধারিরা। তবে পরের ম্যাচে স্পেনের কাছে ৬-১ গোলের হারের লজ্জা পায় আর্জেন্টিনা।

মার্চের পর বিশ্বকাপের দল ঘোষণা করে নিজেদের বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছে আর্জেন্টিনা। তাই দলের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসির হ্যাট্টিকে হাইতিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সাম্পাওলির দল। তবে ইসরাইলের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত করে দেয় আর্জেন্টিনা। তাই একটি মাত্র ম্যাচ খেলেই বিশ্বকাপ শুরু করতে হচ্ছে আর্জেন্টিনাকে।

তবে এটি নিয়ে খুবই বেশি চিন্তিত নন সাম্পাওলি। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে কিভাবে গড়ে উঠছি, এটিই প্রধান বিষয়। ক’টি প্রীতি ম্যাচ খেলতে পারলাম বা ফলাফল কি হলো, এসব নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। একটি প্রীতি ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম ও জানতে পারলাম। যা আমাদের বিশ্বকাপের মূল আসরে ভালো খেলতে সহায়তা করবে।’

বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ ‘আই’ থেকে ১০ খেলায় ২২ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে আইসল্যান্ড। এই প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার সুযোগ পেল তারা। তাই প্রথমবারের মতো পাওয়া সুযোগটা স্মরণীয় করে রাখতে মুখিয়ে আছে আইসল্যান্ড।

দলের কোচ হেইমির হলগ্রিমসন এমনটাই বললেন, ‘এটি আমাদের জন্য স্মরনীয় বিশ্বকাপ। এই প্রথমবারের মতো আমরা বিশ্বকাপে খেলতে নামবো। সবাই খুবই উচ্ছসিত। নিজেদের মেলে ধরতে মুখিয়ে আছে ছেলেরা। আমাদের লক্ষ্য থাকবে, ভালো ফুটবল খেলা এবং বিশ্বের কাছে নিজেদের তুলে ধরা।’

মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান বোল্ট

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনার লিওনেল মেসির হাতে দেখতে চান অ্যাথলেটিক্সে জ্যামাইকার কিংবদন্তি খেলোয়াড় উসাইন বোল্ট। আর্জেন্টিনার কঠিন ভক্ত বোল্ট বলেন, ‘আর্জেন্টিনার বড় ভক্ত আমি। মেসি দুর্দান্ত খেলোয়াড়। তার হাতে এবারের বিশ্বকাপের ট্রফি দেখতে চাই আমি।’

আগামীকাল ‘ডি’ গ্রুপে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। চলমান আসরেও আর্জেন্টিনা ভালো ফল করবে বলে দৃঢ়বিশ্বাস অলিম্পিকে রেকর্ড স্বপ্নপদক জয় করা বোল্ট, ‘গত আসরে আমার পছন্দের দলটি দুর্দান্ত ফুটবল খেলেছে। ফাইনালেও ভালো খেলেছে তারা। কিন্তু ভাগ্য সাথে না থাকায় তাদের হারতে হয়েছে।’

এবারও ফাইনালে উঠবে আর্জেন্টিনা, তবে এবার আর শিরোপা হাতছাড়া করবে না মেসিরা বলে জানালেন বোল্ট। আর্জেন্টিনা তার নিজ দেশের দল না হলেও, মেসির দলকে আমরা-আমরা বলছেন বোল্ট, ‘যদি ভালো খেলতে পারি তবে আমার মনে হয়, আমাদের ভালো সুযোগ রয়েছে। আমার মনে হয় আর্জেন্টিনা এবারও ফাইনালে উঠবে এবং এবার বিশ্বকাপ জিতবে।’

আর্জেন্টিনার চিরপ্রতিন্দ্বন্তি ব্রাজিলের সম্ভাবনা কতটুকু দেখছেন, এমন প্রশ্নের জবাবে বোল্ট বলেন, ‘নেইমার দলে ফিরেছে। সে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছে। বিশ্বকাপ দারুণ জমবে। কিন্তু কাপটা আমরাই (আর্জেন্টিনা) হয়তো জিতে নিবো।’


আরো সংবাদ



premium cement