২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অভিনব পোশাকে নাইজেরিয়া দল

অভিনব পোশাকে নাইজেরিয়া দল - ছবি : সংগৃহীত

অভিনব পোশাক পরে বিশ্বকাপে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে নিজ দেশ ছাড়লো নাইজেরিয়া ফুটবল দল।
বাঙালিদের পাঞ্জাবি-পায়জামার মতো দেখতে সাদা-সবুজ রং মিশ্রিত পোশাক, পায়ে স্টাইলিশ স্যান্ডেল এবং মাথায় ক্রিকেট আম্পায়দের মতো টুপি পরে দেশ ছাড়ার আগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোষ্ট করেছে নাইজেরিয়া দল।

ইনস্ট্রাগ্রামে নাইজেরিয়া দলের অধিনায়ক জন ওবি মিকেল ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রাশিয়া আমরা আসছি।’
নিজ দলের এমন অভিনব পোশাক পছন্দ হয়েছে নাইজেরিয়ার ফুটবল ভক্তদের। ছবির কমেন্টে এক দর্শক লিখেছে, ‘তোমাদের দেখতে দারুণ লাগছে। আমরা চমকে গেছি। আশা করব বিশ্বকাপেও আমাদের চমকে দেবে পুরো দল। সবার জন্য শুভ কামনা রইল।’

আসন্ন বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে নাইজেরিয়া। গ্রুপের অন্য দলগুলো হলো- আর্জেন্টিনা, আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া। ১৬ জুন রাত ১টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সুপার ঈগলসরা।

ভিএআর দেখে এবার লাল কার্ড

আসন্ন ফুটবল বিশ্বকাপে লাল কার্ড দেখানোর আগে রেফারিরা ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তা নিতে পারবেন। ফিফার ফুটবল আইন প্রণয়ন বিভাগ ভিএআর’র এই নতুন নিয়ম যুক্ত করেছে।
এমন সিদ্ধান্তের ব্যাপারে ফিফার আইন বিভাগের টেকনিক্যাল ডিরেক্টর ডেভিড এলেরে বলেন, ‘বলের থেকে অনেক দূরেও বহু ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। অনেক সময় তা রেফারিদের চোখে ধরা পড়ে না। তাই অপ্রীতিকর ঘটনা ঘটলে ভিএআর অন-ফিল্ড রেফারিকে বিষয়য়টি অবগত করবে। এরপর ঘটনা টিভি রিপ্লে’র মাধ্যমে দেখে অন-ফিল্ড রেফারি তার সিদ্বান্ত নিতে পারবেন এবং অপ্রীতিকর ঘটনা ঘটানো দোষী খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারবেন।’

এলেরে আরও বলেন, ‘বিগত বিশ্বকাপগুলোতে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা আমরা অনেক দেখেছি। তবে আমরা মনে হয় না, ভিএআর থাকায় এমন ঘটনা এবার খুব বেশি ঘটবে।’

এই প্রথম বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় ভিডিও প্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে। মাঠের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো থাকবে। বিশেষ ভাবে প্রশিক্ষিত রেফারিরা ম্যাচ চলাকালীন কন্ট্র্রোল রুমের টিভিতে চোখ রাখবেন। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারির সঙ্গে সব সময়ই যোগাযোগ থাকবে কন্ট্রোল রুমের কর্মীদের। এ ছাড়া মাঠের সাইড লাইনের পাশেই একটি মনিটর থাকবে, কোনো ব্যাপারে সংশয় থাকলে রেফারি নিজেও সেখানে রিপ্লে দেখে নিতে পারবেন।

 


আরো সংবাদ



premium cement