২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সালাহকে মেসির সাথে তুলনা করলেন রোনালদো

সালাহ’র প্রশংসায় পঞ্চমুখ সাবেক ব্রাজিলীয় তারকা - সংগ্রহ

লিভারপুল এফসির মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ’র প্রশংসায় পঞ্চমুখ সাবেক ব্রাজিলীয় সুপারস্টার রোনালদো লুইস নাজারিও ডি লিমা বলেছেন, সালাহকে দেখলে আমার মেসির কথা মনে হয়। সে অনেকটা মেসির মতো, সে অবিশ্বাস্য।

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে ৪৪ গোল করে বিশ্বফুটবলে নিজের প্রতিভার জানান নিয়েছেন সালাহ। ফুটবল বিশ্বে এখন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে উচ্চারিত হচ্ছে তার নাম। অনেকেই সালাহকে ব্যালন ডি’অরের দাবিদার বলেও মনে করছেন। শনিবার রাতে কিয়েভে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা লড়াইয়ে নামবে লিভারপুল। শিরোপা জিততে লিভারপুলের বাজির ঘোড়া সালাহ। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ফেবারিট হলেও অনেকেই মনে করছেন সালাহ তার দলকে শিরোপা জেতানোর সামর্থ রাখেন।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সাবেক ব্রাজিলীয় সুপারস্টারের কাছ থেকে পাওয়া এমন প্রশংসা হয়তো আরো উদ্দিপ্ত করতে সালাহকে। এল পার্দিদাজো ডি কোপ পত্রিকাকে রোনালদো বলেছেন, ‘সালাহকে আমি দারুণ পছন্দ করি। অসাধারণ দক্ষতার অবিশ্বাস্য এক খেলোয়াড় সে।’

এরপরই ব্রাজিলের ২০০২ সালের শিরোপা জয়ের নায়ক বলেন, ‘সে লিয়নেল মেসির মতো। সম্প্রতি পত্রিকা পড়ে আমি জেনেছি যে, সে আমাকে আদর্শ মনে করে। আমি রীতিমতো উত্তেজিত’।

তবে রোনালদো মনে করেন এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জিততে তার পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ। সম্ভাব্য স্কোর লাইনও বলে দিয়েছেন রোনালদো। তিনি বলেন, সালাহ অসাধারণে প্লেয়ার হলেও রিয়াল ৩-২ ব্যবধানে ম্যাচ জিতবে।

 

আসল লড়াইটা সালাহ আর রোনালদোর
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে সামনে রেখে প্রতিপক্ষ লিভারপুলের আক্রমণভাগকে সমীহের চোখেই দেখছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তার মতে নিজ দল রিয়াল মাদ্রিদই এক্ষেত্রে এগিয়ে রয়েছে।

এই লিভারপুলের হয়ে খেলছেন বর্তমান ফুটবলবিশ্ব কাঁপানো মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৪৪ গোল করেছেন তিনি। আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তিনিই লিভারপুলের প্রাণভোমরা। তাই সিআর সেভেনের সাথে আসল লড়াইটা তারই।

তবে সালাহ'র সাথে রোনালদোর তুলনা করাটা পছন্দ নয় লিভারপুল কোচ জারগেন ক্লপের। ব্রিটিশ পত্রিকা এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'সালাহ চলতি মৌসুমে দারুণ খেলেছেন। কিন্তু রোনালদো এমন আরো ১৫টি দুর্দান্ত মৌসুম খেলেছেন। আমরা কেন সালাহ'র সাথে তাদের তুলনা করব?'

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে পর্তুগীজ তারকা রোনালদো বলেছেন, ‘দুই বছর আগের স্মৃতি তারা আমাকে মনে করিয়ে দিচ্ছে যখন তিনজন দ্রুততম খেলোয়াড় মাদ্রিদের আক্রমণভাগ নিয়ন্ত্রণ করতো।’

এর আগে লিভারপুলের চির প্রতিদ্বন্দ্বি হিসেবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার ক্যারিয়ারে পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন এই রিয়াল সুপারস্টার। মাদ্রিদও টানা তৃতীয় শিরোপার জন্য লড়াই করবে। আর গত দুই আসরের মত এবারও শিরোপা নিজেদের কাছে রেখে দেয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী রোনালদো, ‘লিভারপুলের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমি মনে করি মাদ্রিদ কিছুটা হলেও এগিয়ে। আমরা যে ইতিহাস রচনা করেছি সেটা সবাইকে বুঝতে হবে। এখন সেই অভিজ্ঞতা আবারো কাজে লাগানোর সুযোগ এসেছে। এটা হবে আরো একটি ইতিহাস। আমরা সত্যিকার অর্থেই এর জন্য পুরোপুরি প্রস্তুত।’

চলতি মাসের শুরুতে মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতে গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন রোনালদো। যা নিয়ে পুরো দল বেশ শঙ্কায় ছিল। যদিও গত সপ্তাহে ভিয়ারেলের বিপক্ষে লিগের শেষ ম্যাচে প্রায় ঘণ্টাখানেক মাঠে ছিলেন রোনালদো। শেষ ১০টি লিগ ম্যাচে রোনালদো ১৭টি গোল করেছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, শনিবারের ফাইনালের জন্য আমি পুরো ফিট। আশা করছি সম্ভব হলে গোলও পাব। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জয়। এখানে মুখ্য নয় কে গোল করলো, ইতিহাস কিভাবে রচিত হলো।

এবারের লা লিগায় বার্সেলোনার থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থান নিয়েই গ্যালাকটিকোকে সন্তুষ্ট থাকতে হয়েছে। আর তাই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে কিছুটা হলেও এই হতাশা ভুলতে চায় রিয়াল। রোনালদো বলেন, এই শিরোপাটা আমি অনেক পছন্দ করি। এখানে জিততে হলে বিশ্বের সেরা দলগুলোকে হারাতে হয়। চ্যাম্পিয়ন্স লিগে আমার এবারের মৌসুমটা দারুণ কেটেছে। গ্রুপ পর্বের সবকটি ম্যাচে গোল পেয়েছি। ব্যক্তিগতভাবে এটা আমাকে দারুণভাবে উৎসাহিত করছে।

কেন সালাহ'র সাথে তুলনা করা হচ্ছে মেসি-রোনালদোকে?

বর্তমান ফুটবলবিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন মিসরের রাজপুত্র মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে ৪৪টি গোল করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সেরা এই মুসলিম সুপারস্টার। গুঞ্জন উঠছে, তার হাতে এবার শোভা পেতে পারে ব্যালন ডি'অর। তুলনা করা হচ্ছে ফুটবল রাজপুত্র লিওনেল মেসি ও রিয়ালের মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিন্তু কেন এই তুলনা? প্রশ্ন তুলেছেন সালাহ'র লিভারপুল বস জারগেন ক্লপ।

তার মতে, 'চলতি মৌসুমে সালাহ'র পারফমরমেন্স দুর্দান্ত ছিল, তা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বলে মেসি আর রোনালদোর সাথে সালাহ'র তুলনা চলে না।'

ব্রিটিশ পত্রিকা এক্সপ্রেসকে ক্লপ বলেন, 'সালাহ চলতি মৌসুমে দারুণ খেলেছেন। কিন্তু রোনালদো এমন আরো ১৫টি দুর্দান্ত মৌসুম খেলেছেন। আমরা কেন সালাহ'র সাথে তাদের তুলনা করব? পেলের পারফরমেন্স চোখধাঁধিয়ে দিত, কিন্তু পেলের সাথে কোনো খেলোয়াড়ের তুলনা কেউ কখনো করেনি। এখন আমাদের আছে মেসি-রোনালদোর মতো সুপারস্টার ফুটবলার, যারা কয়েক বছর ধরে ফুটবলবিশ্ব নিয়ন্ত্রণ করছে। তাদের এখন শেষ সময়। ঠিক সময় লক্ষ্যে পৌঁছানোটা খুব জরুরি।'

তিনি আরো যোগ করেন, 'মেসি-রোনালদোর হাতে এক দশক ধরে ব্যালন ডি'অর শোভা পাচ্ছে। তারাই এর যোগ্য।'

লিভারপুল বস বলেন, 'যখন তারা খেলা ছেড়ে দিবেন। আমি শতভাগ নিশ্চিত, তাদের অভাব আমরা অনুভব করব। আমি চাই না, মেসি-রোনালদোর সাথে সালাহকে তুলনা করা হোক।'

শেষটা এভাবে টানেন ক্লপ, 'সব সময় একজনকে সেরা বানিয়ে আলাদা করা উচিত নয়। আসল কথা হলো, ভালো ফুটবল খেলা এবং এর জন্য সবাইকে প্রয়োজন, একসাথে।'


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সকল