২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কাতারের সাথে সম্পর্ক উন্নয়নের নয়া সম্ভাবনা দেখা দিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

-

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কাতারের সাথে ব্যবসা সম্প্রসারণ, জনশক্তি রফতানিসহ সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার সম্ভাবনা দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট চারটি বিষয়ে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-কাতার প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় সংলাপ (এফওসি) শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শাহরিয়ার আলম এ সব কথা জানান। এতে কাতার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের জন্য কাতারে শ্রম বাজার আগেই খুলেছে। সেখানে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশী কাজ করে। বাংলাদেশ থেকে কাতার দক্ষ কর্মী নিতে চায়। ফিফা বিশ্বকাপ ২০২২ সামনে রেখে সেখানে জনশক্তির নতুন চাহিদা সৃষ্টি হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ ব্যাপারে কাতারের সাথে আলোচনা করছে। তিনি বলেন, কাতার সর্বাধিক মাথাপিছু আয়সম্পন্ন দেশ। বাংলাদেশে বিনিয়োগযোগ্য প্রচুর অর্থ কাতারের রয়েছে। এ বিনিয়োগ আকর্ষণে কাতার ডেভেলপমেন্ট অথরিটির সাথে মিলে কিভাবে আমরা কাজ করতে পারি তার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন মাসে বাংলাদেশ ও কাতারের মধ্যে চারটি এমওইউ সই হবে। এর মধ্যে রয়েছে কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া যাতায়ত, কোনো নাগরিক দোষী সাব্যস্ত হলে সাজার বাকি মেয়াদ নিজ দেশের কারাগারে কাটানোর সুযোগ, দ্বৈত কর পরিহার ও জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক ফোরামের নির্বাচনগুলোতে পরস্পরকে সহযোগিতা।
গত জানয়ারিতে কাতারে ‘মেড ইন বাংলাদেশ’ এক্সপো সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান শাহরিয়ার আলম।


আরো সংবাদ



premium cement
মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান

সকল