২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দুর্নীতি ও দুঃশাসনের জবাব দিন ব্যালটে : তাবিথ আউয়াল

-

দুর্নীতি ও দুঃশাসনের জবাব ব্যালটের মাধ্যমে দেয়ার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, সময় এসেছে অপশক্তিকে রুখে দাঁড়ানোর। ভয়কে জয় করে ঐক্যবদ্ধ হয়ে ব্যালটের মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে জবাব দেয়ার প্রস্তুতি নিন। নিজেদের উন্নয়নে, ঢাকার উন্নয়নে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। গতকাল রোববার ৮, ১৬, ১৯ ও ২৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তাবিথ আউয়াল বলেন, অতীতে অনেক নির্বাচনে ভোট কারচুপি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, ভোটকেন্দ্রে হামলা হয়েছে। এসব কারণে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও কমেছে। সে জন্য আমরা ভোটারদের অভয় দেয়ার চেষ্টা করছি। আপনারা সবাই মিলে ভোটকেন্দ্রে যাবেন, নির্ভয়ে ভোট দেবেন। ইনশাআল্লাহ, জনগণকে সাথে নিয়ে সব পরিস্থিতি মোকাবেলা করে ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমেই বিজয় লাভ করব।
পুনর্বাসন ছাড়া বস্তিবাসীকে উচ্ছেদ নয় : রোববার বেলা পৌনে ১১টায় রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন মোশাররফ বাজার গেট এলাকায় পথসভা করেন তাবিথ আউয়াল। এ পথসভায় তিনি বলেন, পুনর্বাসন ছাড়া কোনো বস্তিবাসীকে উচ্ছেদ করা যাবে না।
কড়াইল বস্তিবাসীদের উদ্দেশে তাবিথ আউয়াল বলেন, গুলশান-বনানীতে সবচেয়ে ধনীরা বসবাস করেন। এর পাশে কড়াইল বস্তিতে সবচেয়ে হত দরিদ্রদের বসবাস। ধনী দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য আগে দীর্ঘমেয়াদি পুনর্বাসনব্যবস্থা করতে হবে।
ভোটারদের উদ্দেশে তাবিথ আউয়াল বলেন, দুর্নীতি, দুঃশাসনের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। পরিবর্তনের সময় এসেছে। ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। খালেদা জিয়ার মুক্তির পথ ত্বরান্বিত করতে হবে।
গণসংযোগে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান, খন্দকার আবু আশফাক, আহসান উল্লাহ হাসান, সাবেক এমপি শাম্মী আক্তার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ। এ ছাড়া ঢাকা উত্তর সিটি নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক হোসেন ভুঁইয়া (ঠেলাগাড়ি মার্কা), ২০ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (ব্যাডমিন্টন মার্কা) ও সংরক্ষিত ওয়ার্ডে বিএনপির প্রার্থী পেয়ারা মোস্তফা (গ্লাস মার্কা) গণসংযোগে অংশ নেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নির্বাচিত হলে সব সমস্যা মোকাবেলা করব : এরপর ধানের শীষের প্রার্থী তাবিথ বনানী টিঅ্যান্ডটি কলোনি ৫ নম্বর গেটে সংক্ষিপ্ত পথসভা করেন। তাবিথ আউয়াল এ সময় বলেন, ইতোমধ্যে আমরা যেসব ওয়ার্ডে গিয়েছি, সেসব ওয়ার্ডের সমস্যাগুলো শুনেছি, তা সমধানের আশ^াসও দিয়েছি। তিনি বলেন, আগে দায়িত্বপ্রাপ্তরা দায়িত্ব অবহেলার কারণে এক লাখের বেশি নগরবাসী ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন। অনেকে মৃত্যুবরণ করেছেন। আমরা পরিষ্কারভাবে বলছি, নির্বাচিত হলে সব সমস্যা মোকাবেলা করব।
ইশরাকের প্রচারণায় হামলাকারীদের শাস্তি দাবি : বেলা ২টার দিকে আগারগাঁও বিএনপি বাজার এলাকায় গণসংযোগকালে দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় হামলার খবর পান তাবিথ আউয়াল। এ সময় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক হোসেনের প্রচারণায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ইশরাকের প্রচারণায় হামলা হয়েছে। এর আগে তার বাড়িতে হামলা করা হয়েছে। আমার গণসংযোগে হামলা হয়েছে। এসব হামলাকারীদের শাস্তির আওতায় আনুন। নির্বাচনের পরিবেশ তৈরি করুন। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আফতাব উদ্দিন জসিম, বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম রাজ্জাক, জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেন প্রমুখ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় বলেন, আমরা গণতন্ত্রকে প্রসারিত করতে সিটি নির্বাচনে অংশ নিয়েছি। তাবিথ আউয়াল তারুণ্যদীপ্ত সন্তান, এই নগরবাসীর সন্তান। দেশে-বিদেশে পড়াশোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এই শহরকে আধুনিক হিসেবে গড়ে তুলবেন। রিজভী আগামী ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। এরপর তাবিথ আউয়াল তালতলা, মিরপুর নবাবের বাগ উত্তর পাড়া ও মুক্তিযোদ্ধা মার্কেটে গণসংযোগ ও পথসভা করেন।
নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ : আজ সোমবার সকাল সাড়ে ১০টায় গুলশানের ইমান্যুয়েল ব্যাংকুয়েট হলে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তাবিথ আউয়াল।
আজকের কর্মসূচি : আজ দুপুর সাড়ে ১২টায় ৫২ নম্বর ওয়ার্ডে ধুলিপাড়া পাকার মাথায় পথসভার মাধ্যমে নির্বাচনী গণসংযোগ শুরু করবেন তাবিথ। এর পর সেখান থেকে বাউনিয়া, উলুদোহা হয়ে বেলা ২টায় উত্তরখান কবিরশাহ মাজারে পথসভা হবে।


আরো সংবাদ



premium cement