২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৪ বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ

-

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে নওগাঁ এবং যশোর সীমান্তে চার বাংলাদেশীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশা সীমান্তে গতকাল বৃহস্পতিবার ভোরে বিএসএফের ছোড়া গুলিতে তিন বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হন। উপজেলার দুয়ারপাল সীমান্তে নীলমারী বিল এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা এ হামলা চালায় বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা পেছন দিক থেকে তাদের প্রতি গুলি ছোড়ে। এ সময় বিএসএফের ছোড়া গুলিতে ভারতের ৮০০ গজ অভ্যন্তরে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ কুমার (২৪), কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চকবিষ্ণপুর দীঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮) মারা যায়।
এ বিষয়ে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মফিজ উদ্দিনের লাশ সীমান্তের জিরো পয়েন্টের কাছে পড়ে থাকতে দেখা গেছে। সন্দিপ কুমার ও কামাল হোসেনের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে। এ ব্যাপারে নওগাঁ ১৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, সীমান্তে তিন বাংলাদেশী গরু ব্যবসায়ীকে হত্যার ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের প্রতি কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।
নিহতদের লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে এবং বিকেলে পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকার জিরো পয়েন্টে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।
ইউএনবি জানায়, যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে গত বুধবার হানেফ আলী খোকা (৩৫) নামে এক রাখাল নিহত হয়েছেন। হানেফ আলী শার্শার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।
হানেফ আলীর চাচা শহিদুল ইসলাম জানান, ভারতের বন্যা বাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বুধবার দুপুরে তাকে পিটিয়ে মেরে ফেলার পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা জানতে পারেন।
অগ্রভুলোট বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন জানান, নিহতের বাবা শাজাহান আলী ক্যাম্পে এসে জানানোর পর বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement