২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

খালেদা জিয়ার মুক্তি দাবি সারা দেশে যুবদলের বিক্ষোভ মিছিল

-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী যুবদল। এ সময় কোথাও কোথাও পুলিশের বাধা ও লাঠিপেটার মুখে পড়ে দলটির নেতাকর্মীরা। সমাবেশে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়তে সব নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
চট্টগ্রাম ব্যুরো জানায়, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, অবৈধ সরকার তার শাসন চিরস্থায়ী করার লক্ষ্যে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে নগ্নভাবে দলীয়করণে ব্যস্ত। তার জ্বলন্ত উদাহরণ গত ১২ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করার রায়। গতকাল বিকেলে নাসিমনভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তাই তার বড় অপরাধ।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, মিয়া মো: হারুন, মুজিবুর রহমান মুজিব, জাহেদুল হাসান বাবু, অরুপ বড়–য়া, পাঁচলাইশ থানার আহ্বায়ক মো: আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো: সেলিম খান, ইকবাল পারভেজ, আবদুল হামিদ পিুন্ট, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, রাজন খান, ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু প্রমুখ নেতৃবৃন্দ।
এ দিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে সহসভাপতি মো: বেলাল উদ্দিন বেলালের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সহসভাপতি ফোরকান উদ্দীন রিজভী, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহসভাপতি এম ইলিয়াছ আলী ও সাবের সুলতান কাজল। অন্য দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: আজগরের সঞ্চালনায় নগরীর দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহসভাপতি মো: শফিকুল ইসলাম শাহীন, নুরুল হুদা জাহাঙ্গীর প্রমুখ।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল দুপুরে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহানগর যুবদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের একাংশ বিক্ষোভ সমাবেশ করে। অপর দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভীর নেতৃত্বে নগরীর কোর্ট স্টেশন ও হড়গ্রাম নিউমার্কেট এলাকায় মিছিল ও সমাবেশ হয়।
মালোপাড়াস্থ কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী মহানগর সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরফিন কনক প্রমুখ।
ফরিদপুর সংবাদদাতা জানান, জেলা যুবদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। গতকাল বেলা ১১টার দিকে শহরের আলিপুরে গোলপুকুর ড্রিম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী জখম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আলিমুজ্জামান বেইলি ব্রিজের কাছ থেকে যুবদলের সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে গোলপুকুর ড্রিম মার্কেট পেরিয়ে এগিয়ে যেতে থাকলে পুলিশ তাদের বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে মিছিলকারীদের বাগি¦তণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করা হয়। এ সময় বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলা, জেলা যুবদলের সহসভাপতি আরমান হোসেন, ওমর ফারুক রাজু, জব্বার জমাদ্দার ও মাহিদুল ইসলাম কাকন, যুগ্ম সম্পাদক শামীম তালুকদার, নুরুল আলম ও রিনজু তালুকদার, ছাত্রদল নেতা আদনান হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজীপুর বিএনপি কার্যালয়ে মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জমিস উদ্দিন ভাট, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান মাসুম, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী প্রমুখ।
রংপুর অফিস জানায়, বিক্ষোভ করেছে রংপুর জেলা ও মহানগর যুবদল। গতকাল বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয় থেকে যুবদল নেতাকর্মীরা পৃথকভাবে মিছিল বের করে মূল সড়কে উঠতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই তারা সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সেক্রেটারি সামসুল হক ঝন্টু মহানগর, মহানগর সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা যুগ্ম সম্পাদক আকিবুল ইসলাম মনু প্রমুখ।
নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া থেকে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বে বের হওয়া মিছিল নগরী প্রদক্ষিণ করে গলাচিপা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রুশো, সহসভাপতি সানোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, মুজিবর রহমান সরকার, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা ইশবাল হোসেন,শহীদুল ইসলাম প্রমুখ।
ময়মনসিংহ অফিস জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে মিছিলটি বাউন্ডারি রোড হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুুর নেতৃত্বে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
খুলনা ব্যুরো জানায়, গতকাল বিক্ষোভ মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। গোলকমনি শিশুপার্ক থেকে মিছিল শুরু হয়ে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজিজুল হাসান দুলু, মহানগর সভাপতি একরামুল হক হেলাল, শরিফুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম মল্লিক, মুন্তাসির আল মামুন, অ্যাডভোকেট ওমর ফারুক, আলামিন হোসেন প্রমুখ অংশ নেন। 


আরো সংবাদ



premium cement