২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
পেঁয়াজসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ

ঢাকাসহ দেশজুড়ে বিএনপির বিক্ষোভ

-

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরীর বিভিন্ন থানাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বক্তারা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
ঢাকা মহানগর দক্ষিণ : কামরাঙ্গীরচর থানা বিএনপির সভাপতি হাজী মনির হোসেন মনিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাপড়া মসজিদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুসলিমবাগ বেড়িবাঁধে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার সাংগঠনিক সম্পাদক হাজী আওলাদ হোসেন, মো: পারভেজ মিয়া, মো: জাহাঙ্গীর খান, মো: খায়ের উদ্দিন, চান মিয়াসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতারা। শাহবাগ থানা বিএনপির উদ্যোগে পুরনো পল্টনে প্রীতম হোটেলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম স্বপন, শামসুদ্দিন ভ‚ঁইয়া, তৌহিদুল ইসলাম বাবু, হজরত আলী, আ: রশিদ, দুলাল মিয়া, ইয়াছিল মুরাদ, ইমাম হোসেন, মো: হাসান, ডা: জামাল, মো: সুমন, মো: শফিক প্রমুখ। কলাবাগান থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ইস্টার্ন প্লাজার সামনে থেকে শুরু হয়। মিছিলে থানা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজসহ খালেদ কিবরিয়া লাখী, কামাল হোসেন, নাসির, নিজাম পাটোয়ারী, স্বপন, আলাউদ্দিন, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্রাপুর ও ওয়ারী থানা বিএনপির উদ্যোগে পুরান ঢাকার জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিলে অংশ নেন সূত্রাপুর থানার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, গোলাম মোস্তফা সেলিম, মাহফুজুর রহমান মনা, মো: আমির হোসেন, ইব্রাহিম মোল্লা, মো: মোহন, দেলোয়ার, মো: জন, ছাত্রদলের মো: জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের রাম সাহা সুমন, হাজী নাদিম, সালাম সরদার, মো: ইমরান, মো: রাহাতসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কদমতলী থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল জুরাইন রেলগেইট থেকে শুরু হয়ে খন্দকার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি নেতা বাদল রানা, আলমগীর খান লিপু, আনোয়ার হোসেন স্বপন, মো: নাসির, তাজুল ইসলাম, কামরুল ইসলাম, আজিজ খান ইমন, লিটন, শিমুল, আল আমিন, ছাত্রদল ও যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। দয়াগঞ্জে শ্যামপুর থানা বিএনপির বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আ ন ম সাইফুল ইসলাম, আলীম আল বারী জুয়েল, ইমতিয়াজ আহমেদ টিপু, আ: মান্নান, নজরুল ইমলাম, শামীম, রনি, এনামুল, মো: আলী মিন্টুসহ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ডেমরা থানা বিএনপির উদ্যোগে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বিক্ষোভ মিছিলে থানা বিএনপি সভাপতি জয়নাল আবেদিন রতনসহ অংশ নেন আকবর হোসেন ভ‚ঁইয়া নান্টু, আবুল হাশেম, মো: মোফাজ্জল হোসেন, মাহাবুব, আবু নোমান, মো: শামীম, মো: বাবু, আবুল কাশেম প্রমুখ। হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলে মজিবুর রহমান মজু, আ: আজিজ, আব্দুর রউফ সবুজ, জাহাঙ্গীর আলম ভ‚ঁইয়া, হুমায়ুন করিব, নুরুল হক আরজু, আলী হোসেন, মো: ফয়েজ প্রমুখ অংশ নেন। এছাড়া গেণ্ডারিয়া, বংশাল, রমনা, ধানমন্ডি, যাত্রাবাড়ী, মুগদা, পল্টন, মতিঝিল, সবুজবাগ, কোতোয়ালি, চকবাজার, লালবাগ ও খিলগাঁও থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।
ঢাকা মহানগর উত্তর : এ দিকে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা থানা বিএনপির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল গুলশান-বাড্ডা লিংক রোড থেকে শুরু হয়ে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে শেষ হয়। মিছিলে উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হকসহ তাজুল ইসলাম, আবদুল কাদের বাবু, হারুন অর রশিদ, রেজাউল করিম, অলিউজ্জামান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন। রূপনগর থানা বিএনপির মিছিলে অংশ নেন মো: আব্দুল আউয়াল, মজিবুল হক, মুজিবুর রহমান, শিপু মোল্লা, নজরুল ইসলাম শাহীন, কামাল হোসেন জালাল প্রমুখ। মোহাম্মদপুর থানা বিএনপির বিােভ মিছিলে উত্তর বিএনপির সহ-সভাপতি আতিকুল ইসলাম মতিন, এনায়েতুল্লাহ হাফিজ, সাকিব সারোয়ার, মো: ইসহাক, নাসির উদ্দিন, এ এম এস আহম্মদ আলী, জয়নায় আবেদীন, আনোয়ার হোসেন মাসুদ, দেলোয়ার হোসেন মামুন, রাজেশ প্রমুখ অংশগ্রহণ করেন। দণি খান থানা বিএনপির বিােভ মিছিলে থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাগর ছাড়াও আলী আকবর আলী, আমিরুল ইসলাম বাবুল, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলী হোসেন রাজু, শাহ জালাল, আমান উল্লাহ আমান, সৈয়দ দেলোয়ার ডা: কবির প্রমুখ অংশগ্রহণ করেন। রামপুরা থানার প্রতিবাদ মিছিলে জহিরুল ইসলাম জহির, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, মুরশেদ আল বাবু, শেখ হেলাল, মাসুদুর রহমান, রুহুল আমিনসহ থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কাফরুল, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানা বিএনপির বিােভ মিছিল কাজীপাড়া মাদরাসা রোডে অনুষ্ঠিত হয়। এ সময় উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতিসহ বিএনপি নেতা আক্তার হোসেন জিল্লু, একরাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা ব্যুরো জানায়, পেঁয়াজ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাবনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনা নগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
সমাবেশে বক্তারা বলেন, মানুষ আনন্দে হাসে। আবার প্রচণ্ড কষ্টেও হাসে। আর এখন জনরায়বিহীন সরকারের মন্ত্রীদের বয়ান শুনে মানুষ ক্ষোভে হাসছেন। নিজেদের ব্যর্থতা-অযোগ্যতা স্বীকার না করে মন্ত্রীরা বেহায়ার মতো কথা বলছেন, আচরণ করছেন।
নীলফামারী সংবাদদাতা জানান, নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের পৌর বাজারের দলীয় কার্যালয় চত্বরে এই সমাবেশে বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা বিএনপির আহŸায়ক আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা, জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর-রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ।
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহে গতকাল পুলিশের কড়া নজরদারির মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বাবলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম মাহবুব।
বক্তারা অবিলম্বে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাসের আহŸান জানিয়ে বলেন, দলীয় লোকদের অর্থনৈতিকভাবে লাভবান করতেই মূল্যবৃদ্ধি রোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর পুরান ফেরিঘাট এলাকায় বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল হাই।
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান বাবুল, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সহ-সভাপতি মো: মাসুদ রানা, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এনামুল হক, গজারিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, গজারিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী ইসলাম বাবু।
পিরোজপুর সংবাদদাতা জানান, পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেলা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধায় দেয়। পরে পুরাতন কালেক্টরেট ভবনের সামনে এক পথ সভায় মিলিত হন তারা। পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
নিজস্ব প্রতিবেদক, ফেনী থেকে জানান, ফেনী শহরে গতকাল বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ফলে পুলিশ বেষ্টনীর ভেতরে মিছিল সংক্ষিপ্ত করা হয়।
মিছিলে জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ছাড়াও যুগ্ম আহŸায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারি, পৌর আহŸায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া অফিস জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা যুগ্ম আহŸায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে ও সদস্য কে এম খায়রুল বাশারের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন ও লাভলী রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি দলের নেতারা সিন্ডিকেট করে ২০ টাকার পেঁয়াজ ৩২০ টাকায় নিয়ে গেছে। পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সরকার দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তাই বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাই।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মহানগর ও জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, বর্তমান সরকার জনগণের দুশমনে পরিণত হয়েছে। তারা জনগণকে অর্র্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০০ টাকা হয়েছে। এ ছাড়া চালের দাম কেজিপ্রতি ৮-১০ টাকা বেড়েছে। পেঁয়াজের সিন্ডিকেটধারী সরকারদলীয় এমপি, মন্ত্রী, ব্যবসায়ী ও নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান মিজানুর রহমান মিনু।
মাগুরা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিএনপি মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ভায়না এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। পুলিশের বাধায় সড়কের পাশেই সংপ্তি বক্তব্য রাখেন সদস্য সচিব মো: আকতার হোসেন, যুগ্ম আহŸায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, যুবদল নেতা আমিরুল ইসলাম প্রমুখ। মাগুরা জেলা বিএনপির আহŸায়ক আলী আহমেদের সভাপতিত্বে এ বিােভ মিছিল শুরু হয়। বক্তারা অবিলম্বে নিত্য পণ্যের দাম কমানো এবং খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহŸান জানান।
টাঙ্গাইল সংবাদদাতা জানান, টাঙ্গাইলে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারিপাড়া শান্তিকুঞ্জ মোড় এলাকা থেকে দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। বাধ্য হয়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম ও খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।
গাইবান্ধা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান সরকার, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, গোবিন্দগঞ্জের সাবেক এমপি শামীম কায়সার লিংকন প্রমুখ।
ফরিদপুর সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর বিএনপি।
ফরিদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে মিছিলটি প্রেস কাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের লোকজনের কারসাজিতে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের ক্রয়ক্ষতার বাইরে চলে গেছে। তারা এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান এবং কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, গজারিয়ার ভবেরচর এলাকায় গতকাল বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও পেঁয়াজসহ লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতনের নেতৃত্বে বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি হাজী সুলতান আহমদ।
শেরপুর সংবাদদাতা জানান, বিএনপি শেরপুর জেলা শাখার উদ্যোগে গতকাল প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৃদা নারায়ণপুর এলাকা থেকে মিছিলটি বের হয়ে রঘুনাথ বাজার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপির সভাপতি মো: মাহমুদুল হক রুবেল।
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জিরাবো-বিশমাইল সড়কের কুটুরিয়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিশমাইল ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, অদক্ষতা ও তাদের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। শুধু পেঁয়াজই নয়; বাজারের প্রতিটি জিনিসের দাম ঊর্ধ্বগতি। এ সব দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছে সরকার।
মৌলভীবাজার সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের শমসেরনগর সড়ক থেকে সেন্ট্রাল সড়কের ওয়েস্টার্ন প্লাজায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক পৌরমেয়র ফয়জুল করিম ময়ুন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
সমাবেশে বক্তারা বলেন, ’৭২ সালের মতো আর আমরা লঙ্গরখানা চাই না। ২০-৩০ টাকার পেঁয়াজ আজকে ২৫০ টাকায় কিনতে হচ্ছে। চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের মানুষ আজ দিশেহারা। দেশে জনগণের সরকার বলতে কিছু নেই।
চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি।
বক্তারা পেঁয়াজ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান এবং অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি করেন।
মানিকগঞ্জ সংবাদদাতা জানান, পুলিশের বাধার মুখে বিক্ষোভ-মিছিল করতে পারেনি মানিকগঞ্জের বিএনপির নেতাকর্মীরা। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রথমে দলের জেলা কার্যালয় এবং পরে কোর্ট এলাকা হতে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ শহরের শহীদ রফিক সড়কের জেলা কার্যালয় এলাক ঘিরে রাখে।
জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান বলেন, পুলিশ আমাকে প্রায় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। আমাকে আমার চেম্বার হতে বের হতে দেয়নি। আমাদের নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে যেতে বাধা দিয়েছে।
ঝিনাইদহ সংবাদদাতা জানান, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যে বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আক্তারুজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজি প্রমুখ।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন বলেছেন, নিত্যপণ্যের বাজারে এখন চলছে তুঘলকি কাণ্ড। শুধু পেঁয়াজের দামে বাড়েনি, প্রত্যেকটি দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। মজুদদাররা পেঁয়াজ গোডাউনে রেখে সাড়ে তিন হাজার কোটি টাকা গত চার মাসে লুটপাট করে নিয়েছে। প্রতিটি সেক্টরকে দুর্নীতির মহাসমুদ্রে পরিণত করেছে সরকার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে গত রোববার নাসিমন ভবনের দলীয় কার্যালয় মাঠে মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, পেঁয়াজ লবণ ছাড়া রান্না করা যায়। কিন্তু সে রান্না কি সুস্বাদু হবে? যেমন সুস্বাদু নয় তার বর্তমান সংসদও। সংসদে এমন এমন সদস্য রয়েছেন যারা সংবিধানের অনুচ্ছেদও বলতে পারেন না।


আরো সংবাদ



premium cement