২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেবে এডিবি

-

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দ্রুত পদক্ষেপ নেবে এডিবি। এ বিষয়ে এডিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবে। শুধু তাই নয়; রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থনও দেবে এই সংস্থাটি।
গতকাল রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বৈঠক শেষে এ কথা জানায় এডিবির প্রতিনিধি দল। এডিবির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেনে নিযুক্ত এডিবির নির্বাহী পরিচালক ক্রিস পান্ডে বলেন, ‘ রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশ সরকারকে সমর্থন দেব। মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে যারা বাংলাদেশে অবস্থান নিয়েছে, তাদের নিজ ভূমিতে ফিরে যেতে আমরা দ্রুত পদক্ষেপ নেব। এটাকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।’
এর আগে বৈঠকের আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, তাদের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। কারণ তাদের এই বড় দলটি শুধু ঢাকায় নয়, তারা আমাদের গ্রামগুলোও ঘুরে দেখবে। তারা দেখতে পাবেন, বাংলাদেশের মানুষ কিভাবে জীবনযাপন করছেন। এখন আমাদের অবস্থা কী।
এ ছাড়াও তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তারা রোহিঙ্গা সমস্যার বিষয়টিও সরেজমিন দেখবেন। রোহিঙ্গারা কিভাবে এখানে বসবাস করছেন, তাও তারা দেখবেন। আমরা তাদের অনুরোধ জানিয়েছি, মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে। বলেছি রোহিঙ্গারা সত্যিই আমাদের জন্য বড় সমস্যা। কারণ বিশ্বে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন ফোরামে আমাদের পক্ষে কথা বলার জন্য এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য। কারণ তারা এমন একটা প্লাটফর্মে কাজ করেন, যেখানে সবাই রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আমরা তাদের অনুরোধ করেছি, তারা যেন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশকে সহায়তা করেন আশ্রিত রোহিঙ্গারা যেন যত দ্রুত সম্ভব তাদের নিজ ভূমিতে ফিরে যেতে পারে, এ বিষয়ে তারা আমাদের সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে।

 


আরো সংবাদ



premium cement