২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ নিয়ম রক্ষার ম্যাচেও সিরিয়াস

-

নিয়ম রক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ ও আফগানদের মধ্যে এক নতুন উত্তেজনা বিরাজ করছে। র্যাংকিং ছাড়াও ধারাবাহিক ম্যাচ জেতায় আফগান ক্রিকেটারদের মনের বল এখন উঁচুতে। অনেকটাই বড় দলের আচার-আচরণে এখন তারা। পক্ষান্তরে তুলনামূলক অনেক এগিয়ে থেকেও বাংলাদেশ নিজেদের আন্ডারডগ ভাবা ছাড়া উপায় দেখছে না। টেস্টে পারল না, বলে কয়ে হারাল এ চট্টগ্রামেই। এরপর মিরপুরেও টি-২০ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে আফগানরা। ফলে বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রচণ্ড প্রেসারে। ফাইনালের ড্রেস রিহের্সালও বলা যায় এ ম্যাচ। আর এ ম্যাচেই পরাজয়ের ধারা মুক্ত হতে চায় বাংলাদেশ। ফাইনালের আমেজটা ভিন্ন। ফলে সেটা নিয়ে এক্ষুনি ভাবার সুযোগ নেই। কিন্তু নিয়ম রক্ষার ম্যাচ হলেও পরাজয়ের শৃঙ্খলমুক্ত না হতে পারলে এটা বড় লজ্জার কারণ হয়ে যাবে সাকিবদের। পরবর্তীতে টানা জয়ে ফিরলেও এ ক্ষত কোনো দিনই শুকাতে পারবে না। যেমনটা এখনো পারছে না ধর্মশালার সেই তিন ম্যাচ। সেটা না হয় ভারতের মাটিতে। আফগানরা তো এখন প্রভাব বিস্তার করে জিতে চলছে বাংলাদেশের মাটিতেই। লজ্জাটা এখানেই। ফলে বাংলাদেশ এ ম্যাচে খুবই সিরিয়াস। আমিনুল ইসলাম বিপ্লবকে পাওয়া গিয়েছিল লেগ স্পিনার হিসেবে। আফগানদের বিপক্ষে এ ম্যাচে তাকে পরখ করার কথা ছিল। কিন্তু অভিষেক ম্যাচে এ বোলার তার বাঁ হাতে ব্যথা পেয়ে সেখানে সেলাইও নিতে হয়েছে। ফলে আজ তিনি খেলবেন কি না সেটা দুপুরে তার হাতের কন্ডিশন ও ফিজিওর কথা অনুসারে সিদ্ধান্তে যেতে হবে। ফলে তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। কারণ এ ম্যাচে আবারো যদি ক্ষতের স্থানে ব্যথা পেয়ে বসলেন, তা হলে তো ফাইনাল ম্যাচই মিস। ভালো এক ঝামেলাতে সাকিব। অথচ অভিষেক ম্যাচে ২ উইকেট পাওয়া ক্রিকেটারকে নিয়ে বেশ উচ্চাশা ছিল বাংলাদেশ স্কোয়াড।
গত রাতে আফগানরা জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে খেললেও আগের দুই ম্যাচের মতো পারফর্মে ব্যর্থ ছিলেন তারা। হঠাৎ আফগানদের এ ব্যাটিংয়ের ছন্দপতনের কারণ বোঝা না গেলেও জিম্বাবুয়ে বেশ ভালো বোলিং করেছে। তাদের তো এ টুর্নামেন্টে আর পাওয়ার কিছু নেই। তবে হ্যামিল্টন মাসাকাদজার বিদায়টা যেন একটা জয়ের মধ্য দিয়ে দিতে পারেন, সে প্রচেষ্টাই তাদের। বাংলাদেশ দল চট্টগ্রামে যে স্কোয়াড নিয়ে খেলেছে এ ম্যাচেও সেটাই রাখার সম্ভাবনা বেশি। কারণ প্রথম দুই ম্যাচের পর দলে যে পরিবর্তন আনা হয় সেটা সাফল্যের মুখ দেখেছে। অন্তত আফগানদের বিপক্ষে এ ম্যাচ পর্যন্ত ওই দল রাখার কথা শোনা গেছে। যদিও বিকেলে উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট। এটা ঠিক পরিবর্তিত দল জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিটা ডিপার্টমেন্টে ভালো করে জয়ের পর আত্মবিশ^াস বেড়েছে। সে ধারা এ ম্যাচেও বজায় রাখতে চান দলের অধিনায়ক সাকিব। আজকের ম্যাচও সন্ধ্যা সাড়ে ৬টায়।


আরো সংবাদ



premium cement