২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে প্রাধান্য পাচ্ছে রোহিঙ্গা ইস্যু

প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জাতিসঙ্ঘে বাংলাদেশের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. মাসুদ বিন মোমেন ; নয়া দিগন্ত -

জাতিসঙ্ঘের ৭৪তম সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্র সফরজুড়ে এবারেও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। প্রধানমন্ত্রীর সাধারণ পরিষদে দেয়া ভাষণ, সাইড ইভেন্টে আয়োজিত বিশেষ বৈঠকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক বিশ্বকে সম্পৃক্ত করতে জোর প্রচেষ্টা চালানো হবে বলেও জানান তিনি। গত বুধবার নিউ ইয়র্কস্থ বাংলাদেশের স্থায়ী মিশনে প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতিসঙ্ঘে নিযুক্ত এ স্থায়ী প্রতিনিধি। এ ছাড়াও আসামের এনআরসি ইস্যু, রেহিঙ্গা সঙ্কট ও কাশ্মিরের উদ্ভূত পরিস্থিতি নিয়েও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতিসঙ্ঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর রোববার নিউ ইয়র্ক পৌঁছবেন। প্রধানমন্ত্রীর সাথে তার পরিবারের সদস্যদের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পরিবেশ, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি সফরসঙ্গী হবেন। ধারণা করা হচ্ছে, এবারো প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন দুই শতাধিক সরকারি-বেসরকারি ব্যক্তি।
প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরের কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হবে ২৩ সেপ্টেম্বর ইউনিভার্সেল হেলথ কাভারেজ শীর্ষক দিনব্যাপী উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে। এতে প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্যের বিষয়টি তুলে ধরবেন। একই দিন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ মহাসচিব আয়োজিত ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশ নেবেন। ওই দিন বিকেলে দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স ভূষিত ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘে গ্লোবাল অ্যাকশন ফর অ্যাডাপ্টেশন শীর্ষক একটি সাইড ইভেন্টে অংশ নেবেন। এ ছাড়াও একই দিন বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সঙ্কট নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী। এতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদসহ রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন এমন প্রতিষ্ঠানের শীর্ষনেতারা বক্তব্য রাখবেন বলে জানান রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এ সাইড ইভেন্টে রোহিঙ্গাদের অতি দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠাতে মুসলিম বিশ্বসহ জাতিসঙ্ঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের সহযোগিতা ও করণীয় বিষয়ে আলোকপাত করা হবে। এ সময় এক বিদেশী সাংবাদিক রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কেন চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সাথে বৈঠক করছে। এখানে কেন ভারতকে বাইরে রাখা হচ্ছে। জবাবে মাসুদ বিন মোমেন বলেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয়ভাবে সমাধান করতে চাইলেও এ ক্ষেত্রে আমরা জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক বিশ্বের একটি অভিভাবকত্ব আশা করি। এ যাত্রায় চীন এগিয়ে এসেছে। অন্য যে কেউ এতে সহায়তা করতে আসতে পারে। ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর নেতৃত্ব শীর্ষক এক সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন। ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল সামিটে অংশ নেবেন। এতে প্রধানমন্ত্রী এসডিজি বাস্তবায়নে এর লক্ষ্যগুলো জাতীয় পরিকল্পনার সাথে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের গৃহীত কার্যক্রম তুলে ধরবেন এবং এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশের অগ্রগতি বর্ণনা করবেন। ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ইউনিসেফ প্রদত্ত সম্মাননা ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইউথ’ গ্রহণ করবেন। ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বাংলাদেশের আয়োজনে ‘ÔSustainable Universal Health Coverage : Comprehensive Primary care inclusive of mental health and disabilitiesÕ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন। এতে কমিউনিটি কিনিক খাতে বাংলাদেশের অনুকরণীয় সাফল্য এবং প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ করে মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ে বাংলাদেশের উদ্যোগগুলো তুলে ধরা হবে। ভুটানের প্রধানমন্ত্রী ও নেপালের উপপ্রধানমন্ত্রী ওই সভায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সভাটি সঞ্চালনা করবেন বাংলাদেশের অটিজম-বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘শুভেচ্ছা দূত’ সায়মা ওয়াজেদ হোসেন। একই দিন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। প্রতিবারের মতো এবারো প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা দেবেন। বক্তৃতায় তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুগান্তকারী সাফল্য এবং নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকার বিষয়গুলোয় আলোকপাত করবেন। পাশাপাশি তার বক্তব্যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, ব্লুু ইকোনমি বিষয়ে কর্মপরিকল্পনার মতো বিষয়গুলো উঠে আসবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে এবারো তিনি সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করতে পারেন বলে জানান রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এ ছাড়াও প্রধানমন্ত্রী তার ভাষণে নতুন Resident Coordinator System পরিচালনে সহায়তার জন্য জাতিসঙ্ঘ মহাসচিবের উদ্যোগে গঠিত ট্রাস্ট ফান্ডে বাংলাদেশের পক্ষ থেকে ১ লাখ মার্কিন ডলার অনুদান প্রদানের ঘোষণা দেবেন। এর বাইরে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরকালে কাউন্সিল অন ফরেন রিলেশন ও ইউএস চেম্বার্স অব কমার্সের প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
এসব বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সংস্থার মহাসচিব কর্তৃক সব দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় অংশ নেবেন। প্রতি বছরের মতো এবারো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন প্রধানমন্ত্রীর সম্মানে ২৮ সেপ্টেম্বর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে। এ ছাড়া প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ মহাসচিব, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতিসঙ্ঘ মহাসচিবের বিশেষ দূত রানী ম্যাড়িমা, Bill-Melinda Gates Foundation -এর Co-chair Bill Gates, আইসিসির চিফ প্রসিকিউটর, Exon Mobil-এর প্রধান নির্বাহীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
তবে প্রধানমন্ত্রী ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

 


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন চৌগাছায় বাসচাপায় হেলপার নিহত ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন যারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত ইন্টার্ন চিকিৎসকদের নিজ দেশে ৫ বছর পর ফিরল দিপক চট্টগ্রামে ৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগঠন মজবুত করতে হবে : শামসুল ইসলাম ইউরো ২০২৪’কে সামনে রেখে দল নির্বাচনে বিপাকে সাউথগেট ভারতীয় পণ্য বর্জনকে যে কারণে ন্যায়সঙ্গত বললেন রিজভী মাকে ভরণ-পোষণ না দেয়ায় শিক্ষক ছেলে গ্রেফতার প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

সকল