২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মোদির কাশ্মির পদক্ষেপে অখুশি অমর্ত্য সেন বললেন ভারতীয় হিসেবে এখন গর্বিত নই

-

নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘আমি মনে করি না যে, গণতন্ত্র ছাড়া কাশ্মিরে কোনো সমাধান করা সম্ভব। গত সোমবার নোবেল বিজয়ী ওই অর্থনীতিবিদ কাশ্মির নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের (৩৭০ অনুচ্ছেদ বাতিল) তীব্র সমালোচনা করে এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘এটি যে শুধুমাত্র সব মানুষের অধিকার বজায় রাখার বিরোধিতা করেছে’ তা নয়; এ পদক্ষেপে সংখ্যাগরিষ্ঠের কথাও ভাবা হয়নি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কাশ্মির পদক্ষেপে একাধিক স্তরে সরকারের সিদ্ধান্তের সমস্যাগুলো চিহ্নিত করে ৮৫ বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন,‘গোটা বিশ্বে গণতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য এত কিছু করেছে ভারত। তবে এখন আর আমি একজন ভারতীয় হিসেবে এই সত্য নিয়ে গর্বিত নই যে, ভারতই গণতন্ত্রের পক্ষে প্রথম প্রাচ্যের দেশ ছিল। কেননা যে পদক্ষেপ নেয়া হয়েছে তাতে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলেছি’।
অন্যান্য রাজ্যের লোকেরা জম্মু ও কাশ্মিরে জমি কিনতে পারবে এই প্রত্যাশার কথা মনে রেখেও ড. সেন বলেন, ‘রাজ্যের জনগণের (জম্মু ও কাশ্মির) কথা ভেবেও কিছু সিদ্ধান্ত নেয়া উচিত। এটি এমন একটি বিষয় যেখানে কাশ্মিরিদের বৈধ দৃষ্টিভঙ্গি রয়েছে। কারণ এটি তাদের জমি।
জম্মু ও কাশ্মিরের মূলধারার রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার বিষয়েও সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন অমর্ত্য সেন। তিনি উল্লেখ করেন, ‘জনগণের নেতাদের কণ্ঠস্বর না শুনে আপনারা ন্যায়বিচার করতে পারেন বলে আমি মনে করি না এবং যদি আপনি হাজার হাজার নেতাকে সংযত রাখেন এবং তাদের অনেককে কারাগারে আটকে রাখেন... তাহলে আপনি গণতন্ত্রের সেই বৈশিষ্ট্যকে দমন করছেন যা গণতন্ত্রকে সফল করে তোলে”।
‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ হিসেবে জম্মু ও কাশ্মিরকে বিশাল নিরাপত্তার আওতায় রাখার সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করে অমর্ত্য সেন বলেন, এটি সর্বোত্তম ঔপনিবেশিক অজুহাত। ব্রিটিশরা এভাবেই ২০০ বছর ধরে দেশ চালিয়েছিল। আমরা যখন স্বাধীনতা পেলাম তখন আমরা প্রত্যাশা করেছিলাম... আমরা আমাদের ঐতিহ্য মেনে কাজ করব।

 


আরো সংবাদ



premium cement