২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ডেঙ্গুতে মৃত–্য ৪০ জনের এখনো ভর্তি ৭৭১৬ চিকিৎসা নিয়েছেন অর্ধ লাখ

-

রাজধানীসহ সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে প্রায় ৫০ হাজার ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড গড়েছে। এর মধ্যে মারা গেছেন ৪০ জন। আর এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ হাজার ২৪৩ জন; অর্থাৎ আক্রান্তদের ৮৪ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, গত ১৫ আগস্ট সকাল ৮টা থেকে গতকাল ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৭১৯ জন। তাদের মধ্যে ঢাকা শহরে আক্রান্ত ৭৫৯ জন এবং বিভাগীয় শহরে আক্রান্ত ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে ২১০ জন কম। আগের দিন এক হাজার ৯২৯ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা: আয়শা আক্তার জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ৪৯ হাজার ৯৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ২৪৩ জন। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে সাত হাজার ৭১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রাজধানীর ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চার হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৭০১ জন।
সরকারি পরিসংখ্যানে, রাজধানীর সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত মাত্র ৪০টি ও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ভর্তি রোগীকে এ হিসাবে দেখানো হয়। কিন্তু বাস্তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক গুণ বেশি! সরকারি হিসাবে মৃতের সংখ্যা মাত্র ৪০ জন বলা হলেও বেসরকারি বিভিন্ন হাসপাতালের তথ্য অনুসারে এ সংখ্যা কমপক্ষে দ্বিগুণ বলে জানা গেছে। তবে আশার কথা হলো ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার রোগীর মধ্যে এরই মধ্যে ৮৪ শতাংশ সুস্থ হয়ে বাড়ি গেছেন।
সংবাদ ব্রিফিংয়ে সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেন, আগামী সপ্তাহে বোঝা যাবে ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।
চৌদ্দগ্রামে যুবকের মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জহিরুল আলম ভূঁইয়া বাবু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। বাবু উপজেলার চিওড়া ইউনিয়নের সাস্তানগর গ্রামের ভূঁইয়া বাড়ির মরহুম শাহ আলম ভূঁইয়ার ছোট ছেলে। মাত্র ১১ দিন আগে তার বাবা লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান।
৭ আগস্ট বুধবার বাবুর জ্বর বেড়ে যাওয়ায় স্বাস্থ্য পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসার পর বাবুর অবস্থার কিছুটা উন্নতি হলে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। একদিন পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
এ দিকে স্বামীর মৃত্যুর ১১ দিন পর ছোট ছেলের মৃত্যুতে বার বার মুর্ছা যাচ্ছেন ছরুরা বেগম। একইভাবে কান্নায় ভেঙে পড়েছেন বাবুর ভাই মিলন, রাজিব, সজিব, বোন টুম্পা ও রুপা।
ফরিদপুরে ডেঙ্গুর প্রকোপ কমেনি
ফরিদপুর সংবাদদাতা জানান, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৬০জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে ১১৮জন রোগীকে।
গত ২০ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন মোট এক হাজার ২৫জন। এদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪৪জন। এ পর্যন্ত সরকারি হিসেব মতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছেন ফরিদপুরের আরো পাঁচজন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চারজন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দুইজন, মধুখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চারজন, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হাসপাতালে পাঁচজন ও আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে দুইজন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা: মো: এনামুল হক জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সব হাসপাতালে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোগীর সংখ্যা না কমলেও চিকিৎসায় সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেশি। ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।

 


আরো সংবাদ



premium cement
ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের

সকল