১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রোহিঙ্গা সঙ্কট নিরসনে ন্যাম ও আসিয়ানকে উদ্যোগী হতে হবে : জাতিসঙ্ঘে স্থায়ী প্রতিনিধি

-

রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান ও প্রত্যাবাসন শুরুর জন্য জোটনিরপেক্ষ আন্দোলনভুক্ত দেশগুলো (ন্যাম) এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের প্রতি জোরালো প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
গতকাল ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে ন্যাম সমন্বয় ব্যুরোর মন্ত্রিপর্যায়ের সভায় তিনি এ আহ্বান জানান। ন্যাম মিনিস্ট্রিয়ালের এবারের প্রতিপাদ্য ‘আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে শান্তি এগিয়ে নেয়া ও সুসংহত করা’।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি দীর্ঘ নিপীড়নের কথা উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, শুধু উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনসহ বিশ্বের অন্যান্য স্থানে সংঘটিত অমানবিক ও বর্বর কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব নয়। দেশগুলো যাতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনকারীদের দায়দায়িত্ব নিরূপণের মাধ্যমে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এটি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রেও প্রযোজ্য।
রাষ্ট্রদূত মাসুদ বলেন, সঙ্ঘাতের মূল কারণগুলোর মধ্যে রয়েছে ভুলবোঝাবুঝি ও আন্তঃসাংস্কৃতিক অজ্ঞতা। শান্তির সুরক্ষা, রক্ষণাবেক্ষণ ও সুসংহতকরণ আন্তর্জাতিক আইনের অপরিহার্য হাতিয়ার, যা চিন্তাবিদ ও পণ্ডিতরা বারবার বলে গেছেন। আজকের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় বৈশ্বিক শান্তি ও ঐকতানের পথে বাধা হয়ে আছে কুসংস্কার, অজ্ঞতা ও স্বার্থপরতার কালো মেঘ। শান্তি সব মানুষের জন্য অমূল্য একটি সম্পদ, যা অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।
আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া, ল্যাটিন আমেরিকা, ইউরোপ ও ক্যারিবিয়ান অঞ্চলের ৮৫টি দেশের ১৬ জন মন্ত্রীসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এ মিনিস্ট্রেরিয়াল সভায় যোগ দেন। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিয়াজা মন্টর্সেরাট এতে সভাপতিত্ব করেন। সভায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বক্তৃতা করেন।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল