২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ডাম্পিং স্টেশনে মিলল নারীর ৬ টুকরো লাশ

-

সাভারে ঢাকা সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন থেকে এক নারীর ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) দুপুরে বলিয়ারপুর এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় লাশের টুকরাগুলো উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিহত ওই নারীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরের দিকে বলিয়ারপুর এলাকায় মাথা ও হাত-পা বিহীন এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরে একই স্থানে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নারীর শরীরে বাকি অংশসহ ছয় টুকরো দেহাবশেষ উদ্ধার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ওই নারীকে দুই-তিন দিন আগে হত্যার পর লাশ ফ্রিজে রাখা হয়েছিল। পরে লাশটি গুম করার জন্য রাজধানীর ভেতরের কোনো ময়লা স্তূপে লুকিয়ে রাখা হয়। এরপর সিটি করেপোরেশনের ময়লাবাহী গাড়ির সাথে বলিয়াপুর এলাকার ডাম্পিং স্টেশনে চলে আসে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে হলেও তিনি জানান। বাংলা ট্রিবিউন।

 


আরো সংবাদ



premium cement