২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সীমান্তে হত্যা বেড়ে যাওয়াকে অনাকাক্সিক্ষত বলে দাবি বিএসএফ ডিজির

-

সীমান্তে হত্যার ঘটনা বেড়ে যাওয়াকে অনাকাক্সিক্ষত বলে দাবি করেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডিজি রজনীকান্ত মিশ্রা। তিনি বলেছেন, এ হত্যার ঘটনা কেন বেড়ে গেছে তা আমরা খতিয়ে দেখছি। চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে গতকাল সকালে পিলখানায় বিজিবি সদর দফতরে যৌথ প্রেস ব্রিফিংয়ে বিএসএফ ডিজি এ কথা বলেন। সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে আমাদের বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, গত বছর সীমান্তে একজন বাংলাদেশী নিহত হয়েছে। পক্ষান্তরে বাংলাদেশী চোরাচালানিদের হামলায় ছয়জন ভারতীয় নাগরিক নিহত হয়েছে। বিএসএফ প্রথমেই আগ্নেয়াস্ত্র যাতে ব্যবহার না করে সে বিষয়ে নির্দেশনা দেয়া আছে। কিন্তু সীমান্তরক্ষাকারীদের ওপর হামলা হলে অনাকাক্সিক্ষত এ ঘটনা ঘটে। বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ ১০ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় অনুষ্ঠিত এ সীমান্ত সম্মেলনে অংশ নেয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ১৯ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করে। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সীমান্তে ১৫ জন বাংলাদেশী নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে বিএসএফ ডিজি বলেন, মানুষের জীবন রক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সীমান্ত এলাকায় এই হত্যাকাণ্ড কারো কাম্য নয়। আমরা সীমান্তে সর্বোচ্চ ধৈর্য ধরি। প্রতিটি ঘটনায় পুলিশ তদন্ত করে। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী সংগঠনগুলোর মোকাবিলার ব্যাপারে বিএসএফ মহাপরিচালক রজনীকান্ত বলেন, কয়েক মাস ধরে আমাদের মধ্যে খুব বেশি তথ্যের আদান-প্রদান হচ্ছে। আমরা কোনো তথ্য পেলে সাথে সাথে সেটি বিজিবিকে জানাই। বিজিবি কোনো তথ্য পেলে আমাদের জানায়। এসব তথ্য অনুযায়ী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনাও করা হয়। তিনি বলেন, উগ্রবাদ উভয় রাষ্ট্রের জন্যই সমস্যা। সম্মেলনে এ নিয়ে আলোচনা হয়নি। ইয়াবা প্রসঙ্গে বিএসএফ প্রধান বলেন, বাংলাদেশ ও ভারতের কোনো দেশই এর জন্য দায়ী নয়। ইয়াবার জন্য তৃতীয় একটি দেশ দায়ী। ফেলানী হত্যার বিষয়ে তার বক্তব্য, বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতে ট্রায়াল চলছে। প্রশ্নোত্তরপর্ব শুরুর আগে লিখিত বক্তব্য দেন বিজিবি প্রধান। তিনি বলেন, দুই বাহিনীর মধ্যে যাতে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ থাকে, সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ২০ ডিসেম্বর বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএসএফ দিল্লি থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ঢাকায় আসবে। চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের সীমান্ত সম্মেলনে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সীমান্তের যেসব এলাকায় গবাদিপশু ও মাদক চোরাচালান হয়ে থাকে সেসব স্থানে সমন্বিত যৌথ টহল পরিচালনাসহ যৌথ কার্যক্রম গ্রহণ এবং সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সীমান্তে নিহতের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা; বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা- সিবিএমপির ওপর গুরুত্বারোপ ও বাস্তবায়ন; মানব পাচার ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ; সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী অসতর্কতাবশত সীমান্ত অতিক্রমকারী সাধারণ নাগরিকদের সংশ্লিষ্ট বাহিনীর কাছে দ্রুত সোপর্দকরণ; সীমান্তে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, মাদক, স্বর্ণ ও জালমুদ্রা পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ; চোরাচালান দ্রব্যসহ আটক ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী বিনিময়; সীমান্তের ১৫০ গজের মধ্যে সমন্বিত চেক পোস্ট ও স্থলবন্দর নির্মাণকাজসহ বন্ধ থাকা অন্য উন্নয়নমূলক কাজগুলোর ব্যাপারে যথোপযুক্ত পর্যায়ে জয়েন্ট ভেরিভিকেশনের মাধ্যমে যতদ্রুত সম্ভব সমাধান; মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের ভারত থেকে বাংলাদেশে চলাচল প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখাসহ পরস্পরকে সহায়তা প্রদান; যৌথ নদী কমিশনের অনুমোদন অনুযায়ী সীমান্ত নদীর তীর সংরক্ষণে সহায়তা প্রদান এবং অননুমোদিতভাবে সীমান্ত নদীর তীর সংরক্ষণকাজ না করা এবং পর্যায়ক্রমে সীমান্তে নতুন ‘ক্রাইম ফ্রি জোন’ চালুর আশাবাদ ব্যক্ত করে কুমিল্লা এলাকায় দ্বিতীয় ক্রাইম ফ্রি জোন ঘোষণা।


আরো সংবাদ



premium cement
পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

সকল