২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

অমীমাংসিত বিষয় সমাধানে আশাবাদী আওয়ামী লীগ

-

ভারতে টানা দ্বিতীয় মেয়াদে আবারো ক্ষমতায় আসছে সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিজেপি। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা না হলেও বিপুল ব্যবধানে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নরেন্দ্র মোদিকে ইতোমধ্যেই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভারতের এই জাতীয় নির্বাচনের ফলকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভারতের বিরোধী দল কংগ্রেসের সাথে বাংলাদেশের এই রাজনৈতিক দলটির ঐতিহাসিক সম্পর্ক থাকলেও গত মেয়াদে বিজেপির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয় বাংলাদেশ। আওয়ামী লীগ নেতারা বলছেন, বাংলাদেশের মতো ভারতেও সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় এবার দুই দেশের কিছু অমীমাংসিত বিষয় সুরাহা হবে। একইসাথে গত পাঁচ বছরে বিজেপি ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে গড়ে ওঠা আওয়ামী লীগের সুসম্পর্ক এবারো অব্যাহত থাকবে। পাশাপাশি ভারতের বিরোধী দল কংগ্রেসের সাথেও আওয়ামী লীগের বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হবে।
ভারতের বিজেপির বিজয়কে কিভাবে দেখছে আওয়ামী লীগ জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গতকাল নয়া দিগন্তকে বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের ক্ষমতায় বিশ্বাসী ও জনগণের রায়ের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। ভারতের জনগণের সরকারের সাথে কাজ করবে আওয়ামী লীগ। গত মেয়াদে ক্ষমতাসীন বিজেপির সাথে আওয়ামী লীগের যে সুসম্পর্ক ছিল এই মেয়াদেও তা অব্যাহত থাকবে। একই সাথে দুই দেশের অমীমাংসিত কিছু বিষয় এবার সমাধান হবে বলেও আমরা আশাবাদী।’
দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ উপ-মহাদেশের একটি প্রাচীন গণতান্ত্রিক রাজিৈনতক দল। আমরা সব সময় গণতন্ত্রের পক্ষে আছি। ভারত পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। সেজন্য ভারতের জনগণের রায়কে আমরা সাধুবাদ জানাই। এটি ভারতের জনগণেরই বিজয়। আর ভারতের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে তা রক্ত দিয়ে লেখা। এটি কখনো পেছনের দিকে নয়, সব সময় সামনের দিকেই যাবে। আর তাদের সাথে আমাদের অমীমাংসিত তেমন কিছু নেই, যা আছে পাকিস্তানের সাথে। কারণ তারা এখনো আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়নি।’
আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির বলেন, ‘গত মোদি সরকারের পাঁচ বছরের মধ্যে আমাদের দু’টি বিরাট সমস্যা ছিল সেগুলোর সমাধান হয়েছে। এর একটি হলো ছিটমহলের সমস্যা, আরেকটি হলো বঙ্গোপসাগরে সীমনা নির্ধারণ সেটাও সম্পন্ন হয়েছে। এই দু’টির পরে কনেকটিভিটির জন্য আমরা মোদি সাহেবকে বলেছি আমরা সহায়তা করব এবং এ ব্যাপারে বিভিআইএনের (বাংলাদেশ, ভুটান, ইন্ডয়া ও নেপাল) একটা সমীক্ষা করা হয়েছিল। যেখানে বাংলাদেশ, নেপাল এবং ইন্ডিয়া একত্রিত হয়ে কানেকটিভিটির প্রসার ঘটাচ্ছে। ভুটান বলছে আমরা আপাতত বিভিআইএনের সদস্য না হলেও আমরা আছি আপনাদের সাথে।’
তিনি বলেন, ‘আমাদের সাথে ভারতের আরো একটি দুইটি সমস্যা রয়েছে। এর আগে মোদি সাহেব বলেছেন, ওনার শাসনামলে সব সমস্যার সমাধান হবে। একটা হলো তিস্তা নদীর পানি সমস্যা আরেকটা হলো বাণিজ্য বিনিয়োগ, সেখানে ট্যারাট্যারিফ নন-ট্যারিফ ব্যারিয়ার সরানো। এখন সার্বিকভাবে আমাদের বিষয়টি দেখতে হবে, বুঝতে হবে।
আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেন, ‘ভারতে যেই সরকারই আসুক না কেন তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। আর নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার গত মেয়াদেও ছিল, এখন আবার বিজয়ী হচ্ছে। তাদের সাথে অতীতেও আমাদের সুসম্পর্ক ছিল আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে। আমরা ভারতের নতুন সরকারকে অভিনন্দন জানাই।’


আরো সংবাদ



premium cement
দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা? কিশোরগঞ্জে নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার যুবকের লাশ উদ্ধার ভুয়া সনদ সিন্ডিকেট : কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানকে ডিবির জিজ্ঞাসাবাদ ঢাকার পয়োবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার : পরিবেশমন্ত্রী সাকিবকে ডিপিএলে চান বিসিবি প্রধান নির্বাচক কাতারের সাথে যৌথ বাণিজ্য কাউন্সিল গঠনে এফবিসিসিআইয়ের চুক্তি টি-২০ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতীয় নারী ক্রিকেট দল খুলনায় হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

সকল