১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

গতি বাড়াতেই মন্ত্রিসভায় পরিবর্তন সংসদে মির্জা ফখরুলকে দরকার ছিল : কাদের

-

সময়ের প্রয়োজনে কাজের গতি বাড়াতেই মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ সব দেশেই নেয়া হয়। আর এটা কাজের সুবিধার জন্য। প্রধানমন্ত্রী যেহেতু টিম লিডার, এই জাহাজের ক্যাপ্টেন, কাজেই রাষ্ট্রীয় জাহাজটি যাতে ভালোভাবে চলে, গতিসম্পন্ন হয়, সমন্বয় নিয়ে যেন চলতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী সময়ের চাহিদা মেটানো এবং বাস্তবতাকে আলিঙ্গন করে এ ধরনের ব্যবস্থা নিয়েছেন।’
গতকাল সেতু ভবনে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সুস্থতা লাভের পর সেতু ভবনে গতকালই প্রথম অফিস করলেন মন্ত্রী। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংসদে চেয়েছিলেন জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংখ্যার দিক থেকে নয়, সংসদে অংশগ্রহণ করে শক্তিশালী ভয়েস রেইজ (জোরালো উচ্চারণ) করবে এটাই বড় কথা। এদিক বিবেচনায় আমার মনে হয় মির্জা ফখরুল পারপাসটা ভালোভাবে সার্ভ করতে পারতেন। শক্তিশালী বিরোধী দলের দৃঢ়বার্তা তিনি দিতে পারতেন। তাই এখনো সুযোগ আছে তিনি নির্বাচনে অংশ নিয়ে সংসদে আসতে পারেন।’
মন্ত্রণালয় ভাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা হচ্ছে এ ব্যাপারে কাদের বলেন, ‘সে ধরনের কোনো বিষয় এটা নয়। এটা হচ্ছে কাজের সুসমন্বয়, কাজের গতি, কাজের মান। এ বিষয়টিকে নিশ্চিত করার জন্য কাজটা ভাগ করে দিলে গতিটা বাড়ে, সমন্বয় বাড়ে, কাজের কোয়ালিটি বাড়ে এবং কাজ আরো বেশি করে করা যায়। সে দিকটাকে অবশ্যই প্রধানমন্ত্রী দেখেছেন।’
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শক্তিশালী অপোজিশনের (বিরোধী) আরো স্ট্রংগার ভয়েসই (দৃপ্ত উচ্চারণ) আশা করি। সরকার কোনো ভুল করলে তারা তা ধরিয়ে দেবে। আমরা সেখান থেকে শিক্ষা নেবো। তারা যদি রাজপথে আন্দোলন করে, আমরা তা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জনগণের জানমাল ধ্বংসের কোনো শঙ্কা থাকলে প্রশাসন প্রশাসনিকভাবে দেখবে।’
নিজের কর্মতৎপরতার ব্যাপারে কাদের বলেন, আশা করছি দ্রুত কাজের গতি পাব। আমার কাজের প্রতি উৎসাহ আরো বেড়ে গেছে। কমিটমেন্ট আরো জোরদার হয়েছে। দায়িত্ব পালনের তাগিদ আমি নতুনভাবে পেলাম। মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো কিছু নেই, আমি তা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে শিখেছি।


আরো সংবাদ



premium cement