২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিএসএফের গুলিবর্ষণ পঞ্চগড়ে

-

পঞ্চগড়ের ভারতীয় সীমান্ত এলাকায় গুলিবর্ষণ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত সোমবার মধ্যরাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তে মেইন পিলার ৪২৯ এর ৩ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের দিকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এ ঘটনায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে বিজিবি। তবে মঙ্গলবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পতাকা বৈঠকের বিষয়ে বিএসএফের পক্ষে কোনো সাড়া পাওয়া যায়নি।
পঞ্চগড় ১৮ বিজিবি জানায়, সোমবার রাতে তেঁতুলিয়া উপজেলার ভারতীয় ভজনপুর সীমান্তের ওই এলাকায় গরু চোরাচালান হচ্ছিল। এমন খবরে বিজিবির ভজনপুর বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারতের ৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অমৃকানগর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের গ্রাম লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় গরু আটক করে। তবে বিএসএফের গুলিতে ভারতীয় সীমান্তে কাঁটা তারের বেড়ার অভ্যন্তরে ভারতীয় এক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এরশাদুল হক জানান, ‘গভীর রাতে বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। অল্পের জন্য আমাদের বিজিবি সদস্যরা গুলি রক্ষা পায়। বিএসএফের গুলিতে ভারতীয় কাঁটাতারের অভ্যন্তরে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছে বলে আমরা জেনেছি। এ ঘটনার প্রতিবাদ জানানোর জন্য বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। 


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল