১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

এক মাসেই চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড় দখলমুক্ত করতে প্রশাসনের নির্দেশ

-

আগামী এক মাসের মধ্যে চট্টগ্রামের ১৭ ঝুঁকিপূর্ণ পাহাড় অবৈধ দখলমুক্ত করতে মালিকদের নির্দেশ দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান এ নির্দেশ দেন। একই সাথে সেসব পাহাড়ে বসবাসকারীদের মধ্যে অবৈধভাবে দেয়া গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ আগামী ১৫ দিনের মধ্যে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, চট্টগ্রামে সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন মিলিয়ে ১৭টি পাহাড়ের মধ্যে ১০টি ব্যক্তি মালিকানাধীন এবং বাকি সাতটির মালিক সিটি করপোরেশন, রেলওয়ে, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এসব পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে ৮৩৫টি পরিবার বসবাস করছে।
সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মো: ইলিয়াস হোসেন, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিসিহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার সভাপতি বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, আগামী ১৫ মের মধ্যে এসব পাহাড় অবৈধ দখলমুক্ত করতে হবে। সরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের নিজ উদ্যোগেই পাহাড়কে অবৈধ দখলমুক্ত করতে হবে। এ ছাড়া ব্যক্তি মালিকানাধীন পাহাড়গুলোকে তাদের অবৈধ বসতি সরিয়ে নিতে চিঠি দেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement