২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ন্যায়বিচার হলে খালেদা জিয়াও নির্বাচনে বৈধ হবেন : মির্জা ফখরুল

গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : নয়া দিগন্ত -

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যায়বিচার প্র্রতিষ্ঠিত হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচনে বৈধ প্র্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
গতকাল বিকেলে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি, আমাদের দলের অনেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ার ঘোষণা একটি বিজয়। আমাদের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আমি এটাও আশা করি, ন্যায়বিচার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হবেন।
মির্জা ফখরুল নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, রিটার্নিং অফিসাররা আমাদের দলের যে অসংখ্য প্রার্থী অবৈধ ঘোষণা করেছিলেন তারা আজকে নির্বাচন কমিশনের শুনানির মধ্য দিয়ে অনেকেই প্রার্থী হওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তারা ন্যায়বিচার করেছেন। এর থেকে আরেকটি বিষয় প্রমাণিত হয়Ñ সেখানে কমিশন যেসব কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়েছিলেন সেখানে প্রার্থী ন্যায়বিচার পাননি। আমরা বরাবরই সে কথা বলে আসছি যে, সরকারি কর্মকর্তাদের যে সরকার দায়িত্বে থাকে তাদের কথা বেশির ভাগ সময় মেনে চলতে হয়। সে কারণে, অনেক েেত্র দেখা যায় ন্যায়বিচার করা সম্ভব হয় না।
ফখরুল বলেন, আজকে সরকার ভীত বলেই তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এই নির্বাচনে। যেটা সাংবিধানিকভাবে নিরপে হতে হবে সেখানে তারা বেআইনিভাবে হস্তপে করছে। উদ্দেশ্য, নির্বাচনকে প্রভাবিত করা। সারা দেশে গ্রেফতার চলছেই, কোথাও কোথাও বাড়ছে। আজকে খবর এসছে, বিএনপি যেখানে সাংগঠনিক ঘরোয়া সভা করছে সেখানেও বাধা দেয়া হচ্ছে। অর্থাৎ, দুর্ভাগ্যজনক হলেও প্রশাসন অনেক েেত্র যুক্ত হচ্ছে নিরপেতাকে নষ্ট করার জন্য। আবারো বলছি, নির্বাচনের পরিবেশ তৈরি করুন, দলগুলোর যে অধিকার আছে তা প্রয়োগ করার সুযোগ দিন। গ্রেফতার বন্ধ করুন।

 


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল