১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তফসিল ঘোষণা সরকারের ইচ্ছারই প্রতিফলন : ফখরুল

-

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা একতরফা নির্বাচনে সরকারের ইচ্ছারই প্রতিফলন বলেছে বিএনপি। গত রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিক্রিয়ায় এ কথা জানান। তিনি বলেন, জনগণের যে আশা-আকাক্সা তার কোনো প্রতিফলন না ঘটিয়েই নির্বাচন কমিশন একতরফাভাবে আবারো একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছে এবং এতে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটছে।
ফখরুল বলেন, এই তফসিল ঘোষণার ব্যাপারে আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, জনগণের আশার পরিপন্থী কোনো নির্বাচন অনুষ্ঠান এ দেশের জনগণ গ্রহণ করবে না।
তিনি বলেন, আপনারা জানেন জাতীয় ঐক্যফ্রন্টের প থেকে আমাদের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়েছিলেন। সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে, এই তফসিল পিছিয়ে দেয়ার জন্য। সেটা পিছিয়ে দেয়া হয়নি। জনগণের যে আশা-আকাক্সা তার প্রতিফলন না ঘটিয়ে একতরফাভাবে এটা করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতির উদ্দেশে ভাষণের পরপরই বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। তারা একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আলোচনা করেন। পরে বিএনপি মহাসচিব দলের অবস্থান ব্যাখ্যা করেন।


আরো সংবাদ



premium cement

সকল