২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্রধানমন্ত্রীকে গায়েবি মামলার তালিকা দিয়েছে বিএনপি

-

বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত গায়েবি মামলার তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বারিত এই তালিকা বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছিয়ে দেন। টিপু বলেন, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ১ সেপ্টেম্বর থেকে দায়েরকৃত ১ হাজার ৪৬টি গায়েবি মামলার আংশিক তালিকা দিয়েছি। তিনি জানান, এই তালিকার অনুলিপি আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে দেয়া হয়েছে।
গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ঢাকাসহ সারা দেশে গায়েবি মামলার সংখ্যা হচ্ছে ৪ হাজার ৩৭১। এসব মামলায় আসামি করা হয়েছে ২৫ লাখ নেতাকর্মীকে। এসব গায়েবি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতাদের আসামি করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ সপ্তাহে ইন্তেকাল করেছেন। তিনিও এ ধরনের গায়েবি মামলায় আসামি। গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে গায়েবি মামলার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করলে তিনি বিএনপি নেতৃবৃন্দকে তালিকা দিতে বলেছিলেন।


আরো সংবাদ



premium cement