২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘কাল্পনিক’ মামলার তদন্তে কমিশন চেয়ে রিট

৩ লাখ বিএনপি নেতাকর্মীর নামে ৩৭৩৬ মামলা
-

সারা দেশে চলতি সেপ্টেম্বর মাসে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক জোটের নেতাকর্মী ও আইনজীবীসহ তিন লাখ ১৩ হাজার ১৩০ জনের বিরুদ্ধে দায়ের করা তিন হাজার ৭৩৬টি মামলার তদন্ত করতে উচ্চপর্যায়ের একটি কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ‘গায়েবি ও কাল্পনিক’ এসব মামলা যারা দায়ের করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। আবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এশিয়ান হিউম্যান রাইটসকে অন্তর্ভুক্ত করে সাত সদস্যের তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
প্রবীণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া গতকাল হাইকোর্টের এ রিট দায়ের করেন। আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। সংবিধান প্রণেতা ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদসহ সিনিয়র আইনজীবীরা এই রিটের পক্ষে শুনানি করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
রিট আবেদন দায়েরের পর তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের আইনজীবীরা যাতে খালেদা জিয়ার মামলায় না দাঁড়াতে পারেন, আগামী নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীরা যাতে মাঠে নামতে না পরেন এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এসব মামলা করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ঢালাওভাবে এ ধরনের কাল্পনিক মামলা করার উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে চাপে রেখে বিরোধী নেতাকর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করা।
তিনি বলেন, এ ধরনের মামলা সঠিক হয়েছে কি না তা তদন্ত করতে একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। ভবিষ্যতে এ ধরনের কাল্পনিক মামলা করে যেন হয়রানি না করা হয় সে নির্দেশনা জারি এবং যারা এ ধরনের মামলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েও আবেদন করা হয়েছে। তিনি বলেন, উচ্চ পর্যায়ের কমিশন করে দেখা হোক। যে অভিযোগে মামলা করা হয়েছে সত্যিকার অর্থে এমন ঘটনা ঘটেছে কি না কমিশন কর্তৃক তদন্ত করে দেখা হোক। এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, শুধু এই সেপ্টেম্বর মাসেই এ পর্যন্ত বিএনপি ও ২০ দলীয় জোটের তিন লাখ ১৩ হাজার ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে তিন হাজার ৭৩৬টি মামলা হয়েছে। এ মাসের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিরুদ্ধে এসব মামলা হয়েছে। এসব মামলায় সারা দেশের মানুষ আতঙ্কিত। সারা দেশের মানুষকে আসামি করে আইনশৃঙ্খলা বাহিনী এসব মামলায় গ্রেফতার বাণিজ্য চালাচ্ছে। এ জন্য আমি, আইনজীবী নিতাই রায় চৌধুরী ও সানাউল্লাহ মিয়া রিট আবেদন করেছি। এসব মামলা মিথ্যা ও কাল্পনিক কি না তা তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পুলিশের যারা এ ধরনের এফআইআর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এ মামলা থেকে মানুষ নিষ্কৃতি চায়। রুল ও স্টে হলে যারা রাজপথে খালেদা জিয়ার মুক্তির জন্য নামছেন তারা এই অন্যায় ও অত্যাচার মামলা থেকে রক্ষা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, ডিএমপি রমনা জোনের ডেপুটি ও অতিরিক্ত ডেপুটি কমিশনার এবং রমনা, পল্টন ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট ৯ জনকে এই রিটে বিবাদি করা হয়েছে।
সেপ্টেম্বর মাসে বিভিন্ন পত্রিয়কায় প্রকাশিত সংবাদ অনুসারে আবেদনকারীদের বিরুদ্ধে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অগণিত মানুষের বিরুদ্ধে ‘কাল্পনিক’ ও ‘হাস্যকর’ মামলা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই ধরনের ‘কাল্পনিক’ মামলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদিদের কেন নির্দেশ দেয়া হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে রিট আবেদনে।
ওই রিট আন্দোলনের ভিত্তিতে রুল জারি এবং তা বিবেচনাধীন থাকা অবস্থায় আবেদনকারীসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে পরে এ ধরনের মামলা দায়ের থেকে বিরত থাকতে এবং এ ঘটনা তদন্তে সাত সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটির (যার মধ্যে থাকবে জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি রেখে কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়াও রুল বিবেচনাধীন থাকা অবস্থায় আবেদনকারীদের বিরুদ্ধে করা এসব মামলার তদন্ত থেকে বিরত থাকার নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে রিট আবেদনে।

 


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল