২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দায়িত্ব নিয়ে খেললেন তামিম সাকিব

-

সৌম্য সরকারের অফ ফর্মের কারণেই এনামুল বিজয়কে স্মরণ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে প্রথম ওয়ানডেতে সুবিধা করতে পারেননি এ ওপেনার। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যাওয়ার পর দলের হাল ধরেছেন দুই বন্ধু তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারদের ভীতি কাটাতে এ দুই ব্যাটসম্যান খেলেন দায়িত্ব নিয়ে। আন্দ্রে রাসেল, জেমস হোল্ডার, আলজারি যোশেফের আগুনঝরা বোলিং এ দুই ব্যাটসম্যান খুব সুন্দরভাবেই সামাল দেন। ১৪৫ বলে শতরানের পার্টনারশিপ করেও ক্ষান্ত দেননি। এগিয়ে যান তারা ভালোভাবেই। ইনিংসে খেলছিলেন তারা সমান্তরালে। রান সংগ্রহেও তারা প্রায় সমানে সমান থেকেই এগোচ্ছিলেন বোঝাপড়ার মাধ্যমে। রান রেট সাড়ে চারের কাছাকাছি রেখে এগোচ্ছিলেন তারা শেষের দিকে বিগ শট নিয়ে খেলে কাভার করে নেয়ার জন্যই। তামিম প্রথম হাফ সেঞ্চুরি করেন। ৮৭ বলে চারটি চারের সাহায্যে ৫০ করেন তিনি। এরপরই হাফ সেঞ্চুরি করেন সাকিব। তিনি করেন ৬৮ বলে হাফ সেঞ্চুরি। যার মধ্যে ছিল তিনটি চারের মার। তবে ইনিংসে বাংলাদেশের এ দুই ব্যাটসম্যান বেশ ভালোই সতর্কতার সাথে খেলেছেন। কারণ আর কিছু নয়। টেস্ট সিরিজে যাচ্ছেতাই ব্যাটিংয়ের পর ওয়ানডে সূচনা যাতে ভালো হয়। খেলোয়াড়দের মনোবল যেন বৃদ্ধি পায় এ জন্যই। সেটাতে সফল হয়েছেন তারা। প্রথম পাওয়ারপ্লেতে ৪০ রান সংগৃহীত হয়েছে এক উইকেটে। বাংলাদেশের পঞ্চাশ রান আসে ১৪.৫ ওভারে। ১০০ রান আসে ২৫.৩ ওভারে এক উইকেট খরচায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৩ ওভারে রান সংগ্রহ করে বাংলাদেশ ১৪২ রান এক উইকেটে। তামিম ১১০ বলে ৬৯ ও সাকিব ৮৫ বলে ৬৪ রান নিয়ে ব্যাটিং করছিলেন। উল্লেখ্য, ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ ম্যাচে ফিরেছেন মুস্তাফিজ। মাশরাফি তো অধিনায়কই। অন্যদের মধ্যে আছেন সাব্বির রুম্মন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহীম ও রুবেল হোসেন।


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল