২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কমলাপুর রেলওয়ে থানার বাথরুমে ভারতীয় নারীর সন্তান প্রসব

-

রাজধানীর কমলাপুর রেলওয়ে থানার বাথরুমে সন্তান প্রসব করেছেন এক ভারতীয় নারী। রোকসানা আক্তার (৩০) নামের ওই নারী এবং তার শিশুসন্তানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, সোমবার রাতে ওই নারী থানার টয়লেটে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর প্রথমে তাকে মুগদা হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়।
ওই নারীর বরাত দিয়ে ওসি জানান, আব্দুল নামে এক বাংলাদেশী যুবক ভারতে আসবাবপত্রের ব্যবসা করতেন। সেখানে তার সাথে রোকসানার প্রেম এবং পরে তাদের বিয়ে হয়। কিছু দিনের মধ্যে রোকসানা সন্তান সম্ভবা হয়ে পড়েন। রোজার কিছু দিন আগে আব্দুল তাকে নারায়ণগঞ্জে বোনের বাড়িতে নিয়ে আসেন। সেখানে প্রায় এক মাস থাকার পর রোকসানাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসার কথা বলে আব্দুল তার পাসপোর্ট নিয়ে পালিয়ে যান। নারায়ণগঞ্জ থেকে ট্রেনে ওঠার পর রোকসানা সোমবার রাত ১১টার পর কমলাপুরে আসেন। ট্রেন থেকে সবাই নেমে গেলেও রোকসানা নামতে না পারায় টিকিট চেকার তাকে কমলাপুর রেলওয়ে থানায় নিয়ে আসেন। পরে থানার টয়লেটে তিনি সন্তান প্রসব করেন।
রোকসানা পুরোপুরি সুস্থ হওয়ার পর ভারতে তার ঠিকানা জানার চেষ্টা করা হবে বলে ওসি জানান।


আরো সংবাদ



premium cement