২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

একতার শক্তিতেই বাজিমাতের আশায় পগবা

বিশ্বকাপ
পল পগবা - সংগৃহীত

দুই বছর আগের ইউরো ফাইনালের ভুল এবার বিশ্বকাপে করতে চায় না ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিপক্ষে রবিবার জিতেই মাঠ ছাড়তে তাঁরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন ফরাসি তারকা পল পোগবা। রোববারের খেতাবি লড়াইয়ে নামার আগে তিনি জানিয়েছেন, ‘ক্রোয়েশিয়াকে অবশ্যই আমরা গুরুত্ব দিচ্ছি। বিশ্বকাপে এবার ওরা দারুণ খেলছে। নতুন চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তাদের রয়েছে। তবে ক্রোটদের থামিয়ে বিশ্বকাপ দেশে নিয়ে যাওয়ার জন্য মাঠে আমরা সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।’

দারুণ ছন্দে থাকা ফ্রান্স দলে প্রতিভার অভাব নেই। কিলিয়ান এমবাপে, আন্তোনিও গ্রিজম্যান, অলিভার জিরু, উসমান ডেম্বেলেরা যেকোনো মুহূর্তে জ্বলে উঠে ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারেন। মাঝমাঠে পল পোগবা একাই একশো। আর সে কারণেই শেষ ২৭টি ম্যাচে টানা জয় পেয়েছে ফ্রান্স।

বর্তমান ফ্রান্স দল সম্পর্কে পোগবার বিশ্লেষণ, ‘আমরা প্রথম থেকেই একই রকম খেলছি। এটা খুবই ভালো লক্ষণ। আমাদের ক্ষেত্রে অন্তত কোনো ম্যাচ খারাপ, কোনো ম্যাচ ভালো এমনটা হয়নি। আমাদের শক্তি হচ্ছে একতা। আর এই শক্তির ওপর ভর করেই আমরা রবিবার কাপটা জিততে চাই।’

দলের পারফরম্যান্স প্রসঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা ২৭ বছর বয়সী পল পোগবা বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস ছিল বিশ্বকাপে আমরা ভালো খেলব। কোচ দিদিয়ের দেশঁ আমাদের যে পরিকল্পনা একে দিয়েছেন, সেভাবেই আমরা খেলছি। উনি ভালো মতো জানেন কার কাছ থেকে কী আদায় করা যায়। প্রতিপক্ষ বুঝে পজিশন সাজাতে পারেন। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে। আর সে জন্যই আমরা ফাইনাল পর্যন্ত আসতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘১৯৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৬ সালে ফাইনালে উঠেও অল্পের জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল ফ্রান্সের। ফের আমাদের সামনে সুযোগ এসেছে বিশ্বসেরা হওয়ার। আশা করছি, দেশবাসীকে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি আমরা উপহার দিতে পারব। প্রতিপক্ষ হিসেবে ক্রোয়েশিয়া যথেষ্ট শক্তিশালী। লুকা মডরিচ ছাড়াও তাদের দলে একাধিক দক্ষ খেলোয়াড় রয়েছে। দুই যোগ্য দলই ফাইনাল খেলছে। তাই তাদের বিরুদ্ধে যথেষ্ট পরিকল্পনা করেই আমরা মাঠে নামব।’


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল