২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

'চ্যাম্পিয়ন হওয়ার জন্য সামনের তিন ম্যাচই ফাইনাল'

বিশ্বকাপ, ফ্রান্স
অনুশীলনে ফ্রান্সের তরুণ সেনসেশন কিলিয়ান এমবাপে - সংগৃহীত

চলতি বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম। এজন্য তিনটি ম্যাচে জিততে হবে ফরাসিদের। তাই তিনটি ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন তিনি। আগামীকাল উরুগুয়ের বিপক্ষে প্রথম কোয়ার্টারফাইনালের আগে দেশ্যম বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য শিরোপা জয় করা। এজন্য আমাদের তিনটি ম্যাচে উৎরে যেতে হবে। তাই ওই তিনটি ম্যাচই আমাদের কাছে ফাইনাল। কোনোটিই আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল নয়।’

‘সি’ গ্রুপের সেরা হয়েই বিশ্বকাপের শেষ ষোলোতে উঠে ফ্রান্স। সেখানে আর্জেন্টিনার বিপক্ষে ৪-৩ গোলে জয় তুলে নেয় তারা। এতে টানা দ্বিতীয়বারের মত কোয়ার্টার ফাইনালে উঠে ফ্রান্স। শেষ আটে ফ্রান্সের সামনে এখন উরুগুয়ে। পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে আসে উরুগুয়ে।

উরুগুয়ের ম্যাচকে নিয়ে বেশ সিরিয়াস ফ্রান্স। দলের অনুশীলনে সংবাদমাধ্যমকে কথা বলার সুযোগই দিচ্ছে না ফরাসিরা। মস্কো থেকে প্রায় ৭৫ কিলোমটার দূরে দলকে নিয়ে অনুশীলনে ব্যস্ত দেশ্যমরা। অনেক অনুরোধের পর নিজ দেশের সংবাদমাধ্যমের সাথে কথা বলেন দেশ্যম। তিনি বলেন, ‘আমি চ্যাম্পিয়ন হওয়ার কথা এখনই ভাবছি না। আমাদের সামনের সব ম্যাচই ফাইনাল। যারা সামনে পড়বে সবাইকেই হারাতে চাই।’

উরুগুয়েকে নিয়ে প্রশংসা করেছেন দেশ্যম। তবে উরুগুয়ের ব্যাপারে তার দল সতর্ক জানিয়ে দেশ্যম বলেন, ‘দলটা চমৎকার। আক্রমণাত্মক ও পরিকল্পনামাফিক ফুটবল খেলে তারা। এবারের আসরে সেরা পারফরমেন্সই করছে দলটি। উরুগুয়ের ব্যাপারে আমরা সর্তক। আমরা মাঠে নেমে সেরাটাই দেয়ার চেষ্টা করবো। যাতে আমাদের লক্ষ্য পূরণ হয়।’

শুধুমাত্র প্রতিপক্ষকে নিয়েই নয়, নিজ দলকে নিয়েও প্রশংসা করেছেন দেশ্যম। তবে আগের চাইতে দলের কাছ থেকে আরো ভালো পারফরমেন্স চাইছেন তিনি। দেশ্যম বলেন, ‘আমাদের দল ভালো ফর্মে রয়েছে। প্রতিটি ম্যাচেই আমরা ভালো খেলেছি। আমাদের স্ট্রাইকার ও অ্যাটাকিং মিডফিল্ডাররা গোল পাচ্ছে। তবে আমাদের আরো ভালো পারফরমেন্স করতে হবে। কারণ সামনের তিনটি ম্যাচকেই ফাইনাল ভাবছি আমরা। শিরোপা জিততে হলে সবাইকে জ্বলে উঠতে হবে।’


আরো সংবাদ



premium cement