২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বিধ্বস্ত মেসিদের উদ্বুদ্ধ করতে ম্যারাডোনার কৌশল

আর্জেন্টিনা, বিশ্বকাপ, ফুটবল
মেসিদের সাথে কথা বলতে চান ম্যারাডোনা - সংগৃহীত

বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে হলে নাইজেরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনাকে। তার আগে মেসিদের সাথে কথা বলতে চান দিয়েগো ম্যারাডোনা। দেশের জার্সির গুরুত্ব বোঝাতে ‘ভোকাল টনিক’ দিতে চান জাতীয় দলের ফুটবলারদের। সেই জন্য তিনি দলের অনুশীলনে প্রবেশের অনুমতি চেয়েছেন।

আর্জেন্টিনার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছেন, ‘যখনই আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়েছি, নিজের সেরাটা নিংড়ে দেয়ার আপ্রাণ চেষ্টা করেছি। সিমোনে, রেডন্ডো, রুগেরি, ক্যানিজিয়া, ফিলোল, লুকিউ এবং গ্যালেগোরাও ঠিক তাই করেছে।’

মানসিকভাবে বিধ্বস্ত ফুটবলারদের উদ্বুদ্ধ করার জন্য সেই স্বর্ণালি অতীতকেই তুলে ধরতে চান ম্যারাডোনা। সেজন্যই চান, মেসিদের সাথে কথা বলার অনুমতি দেয়া হোক তাকে।

গ্রুপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে অস্ট্রেলিয়া। পেনাল্টি মিস করেছেন মেসি। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে তারা ০-৩ গোলে হার মেনেছে। এরপরই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়ে কোচ সাম্পাওলির বিরুদ্ধে দলের বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারের মতবিরোধ প্রকাশ্যে এসেছে।

এমনও শোনা গেছে, নাইজেরিয়ার বিরুদ্ধে কোচের নির্দেশ না মেনে নিজেদের মত করেই খেলতে চান মেসিরা। বিদ্রোহ সামাল দিতে এবং দেশের সম্মানের কথা স্মরণ করাতে মেসিদের সাথে কথা বলতে চান ম্যারাডোনা, যাতে আগামী ২৬ জুন সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা তাদের সেরাটা মেলে ধরে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। ম্যারাডোনার এই অনুরোধ কোচ সাম্পাওলি রাখবেন কি না, তা সময়ই বলে দিবে।

 

আরো পড়ুন : ইট মেরে পাটকেল খেলেন ম্যারাডোনা

স্পেন ও রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসের দৃষ্টিতে আর্জেন্টিনার কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনার চেয়ে ঢেড় গুণ এগিয়ে লিওনেল মেসি। তিনি বলেন, ‘আর্জেন্টিনার মানুষ বেশ ভালোই জানে বিশ্বসেরা ফুটবলারের (মেসি) চেয়ে বেশ পিছিয়ে ম্যারাডোনা। আমার কাছে সেরা আর্জেন্টাইন ফুটবলার একজনই। তিনি হলেন, লিওনেল মেসি।’

সম্প্রতি রাশিয়া বিশ্বকাপে নিয়ে একটি সাক্ষাৎকারে রামোসকে নিয়ে মন্তব্য করেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘রামোসের চেয়ে দিয়েগো গোডিন অনেক ভাল ডিফেন্ডার।’

ম্যারাডোনার এমন মন্তব্য কানে পৌঁছেছে রামোসের। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। যার পরিপ্রেক্ষিতে ম্যারাডোনাকে নিয়ে এই মন্তব্য করেছেন রামোস।

গোডিন উরুগুয়ের ডিফেন্ডার। ক্লাব ফুটবলে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন তিনি। উরুগুয়ের হয়ে ১১৯ ম্যাচে ৮ গোল ও অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ২৪৭ ম্যাচে ১৪ গোল করেছেন ৩২ বছর বয়সী গোডিন। ২০১০ সালে ভিয়ারিয়াল ছেড়ে অ্যাথলেটিকোতে যোগ দেন তিনি। এরপর থেকে অ্যাথলেটিকোতেই আছেন গোডিন। রাশিয়া বিশ্বকাপেও উরুগুয়ের ডিফেন্স সামলানোর দায়িত্ব তার কাঁধে রয়েছে।

গোডিনের চেয়ে অভিজ্ঞতায় বেশ এগিয়ে রামোস। স্পেনের হয়ে ১৫৪ ম্যাচে ১৩ গোল ও রিয়াল মাদ্রিদের হয়ে ৩৯১ ম্যাচে ৫৩ গোল করেছেন ৩২ বছর বয়সী রামোস। ২০০৫ সাল থেকে রিয়ালে খেলছেন তিনি।

মেসি কেন এগিয়ে সেটিও স্পষ্ট করেছেন রামোস। তিনি বলেন, ‘মেসির যে রেকর্ড আছে ম্যারাডোনার তা নেই। মেসি যা করে দেখিয়েছে ম্যারাডোনা তা করতে পারেনি। মেসি দুরন্ত খেলোয়াড়। তবে এটি ঠিক, জাতীয় দলের হয়ে ম্যারাডোনার চেয়ে ভালো কিছু করতে পারেনি মেসি। কারণ জাতীয় দলে তাকে যোগ্য সহায়তা কেউই দিতে পারে না। যা ক্লাব ফুটবলে মেসি পেয়ে থাকেন।’

বিশ্বকাপের ‘বি’ গ্রুপে দুটি করে ম্যাচ শেষে সমান চার পয়েন্ট স্পেন ও পর্তুগালের। তিন পয়েন্ট ইরানের। দুই ম্যাচ হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মরক্কো। আগামীকাল মরক্কোর মুখোমুখি হবে স্পেন। ওই ম্যাচে জিতলে বা ড্র করলেই শেষ ষোলোর টিকিট কাটবে স্পেন। আর যদি হেরে যায় এবং অন্য ম্যাচে যদি পর্তুগাল-ইরান ড্র করে তবে গোল গড়ের হিসাব-নিকাশে পড়বে স্প্যানিশরা।

তবে এসব নিয়ে না ভেবে শেষ ম্যাচে জয় ছাড়া স্পেন কিছুই ভাবছে না বলে জানান রামোস। তিনি বলেন, ‘শেষ ম্যাচে জয় ছাড়া আমরা অন্য কিছু ভাবছি না বা ভাবতে চাই না। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে খেলতে চাই।’

 

আরো পড়ুন : এখনো স্বপ্ন দেখছেন মেসি

নাইজেরিয়াই নতুন স্বপ্ন দেখাচ্ছে আর্জেন্টিনাকে। যে দলটি বিশ্বকাপের রিটার্ন টিকিটের খোঁজে ছিল। সে আর্জেন্টিনা আবার নতুনভাবে স্বপ্ন দেখছে বেঁচে থাকার। নাইজেরিয়াই তাদের সে শক্তি। আইসল্যান্ডকে নাইজেরিয়া যদি না হারাতো, তাহলে এমন স্বপ্ন হয়তো তারা দেখত না। এখন মেসিরা আবার প্রাণ খুঁজে পেয়েছে রাশিয়া বিশ্বকাপে। কারণ ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচে সব ব্যর্থতা মুছে ফেলে নতুন উদ্যমে খেলে জয় পেলে মেসিরা উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে। আপাতত এটাই একমাত্র লক্ষ্য সাম্পাওলিরও।

নাইজেরিয়ার সাথে অতীত ইতিহাসও আর্জেন্টাইনদের পক্ষে। এর আগে বিশ্বকাপে যতবার খেলা হয়েছে, তাতে কোনোবারই জিততে পারেনি নাইজেরিয়া। ব্যবধান কম থাকলেও ম্যাচে জয় তুলেছে তারা নিয়মিত। এ পর্যন্ত চারবার খেলেছে দুই দল বিশ্বকাপে একে অপরের বিপক্ষে। এতে প্রতিবারই জয় আর্জেন্টিনার। তবে বিশ্বকাপের বাইরে প্রীতিম্যাচে নাইজেরিয়ার জয়ের রেকর্ড রয়েছে। সেটা ৪-২ গোলেও। ২০১৭ সালে হয়েছিল সর্বশেষ দুই দলের লড়াই। ওই ব্যবধানে নাইজেরিয়া জিতেছিল বিধায় আর্জেন্টিনার কিছুটা হলেও যে টেনশন কাজ করছে!

তবে এটাও ঠিক আইসল্যান্ড জয় পেলে তো আর কোনো উপায়ই ছিল না। সেখানে নাইজেরিয়াই পথ দেখাচ্ছে। এটি বড় প্রাপ্তি। এ জন্য নাইজেরিয়াকে ধন্যবাদও দিতে পারে আর্জেন্টিনা। যে দলটি এবার এসেছে বিশ্বকাপ জিততে। সে দল প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে পারবে না, তা তো হয় না। আর্জেন্টিনার এমন পরিণতিতে গোটা বিশ্বকাপই পানসে হওয়ার উপক্রম। কিন্তু এখন আবার স্বপ্ন। অবশ্য আর্জেন্টাইনরা পেয়েছে ম্যারাডোনার পর একজন ফুটবল জাদুকর লায়নেল মেসি। ম্যারাডোনা বিশ্বকাপসহ কিনা পেয়েছেন। কিন্তু মেসি তার চেয়েও অনেক কিছু বেশি পেলেও বিশ্বকাপ পাননি। আর্জেন্টাইনরা বিশ্বকাপটা জিততে চান এবার মেসির জন্যও। কারণ অসাধারণ এ ফুটবলারকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করা ঠিক না হলেও এ সময়ে অসাধারণ ফুটবল খেলে ভক্তকুলের হৃদয় কেড়েছেন। বিশ্বকাপটা তার জন্যও হলেও চায় অনেকেই। মেসি সেটা পারবেন কি না তার একটা প্রমাণ নাইজেরিয়ার ম্যাচেই রাখতে হবে। ক্রোয়েশিয়ার বিপক্ষেও তিনি কিছু করবেন সেটি প্রত্যাশায় ছিল। বার্সেলোনার এ তারকা ফুটবলারের একটা জাদু তো অবশ্যই আছে। কিন্তু সেটি এখনো রাশিয়া বিশ্বকাপে কেউ দেখেনি। আগের বিশ্বকাপেও তিনি অনেক ভালো খেলেছিলেন। শিরোপা জিততে পারেনি সেটা তাদের ভাগ্যেরও দোষ ছিল। তা ছাড়া একা মেসি কি বিশ্বকাপ জিতিয়ে দিতে সক্ষম?

একার পক্ষে ম্যাচ জেতা সম্ভব না। কিন্তু মেসির খেলাটুকু অন্তত হোক। তার টুকু তিনি খেলুক। সেটা হয়নি। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে সে প্রত্যাশাও থাকবে। অনেকেরই ধারণা মেসি সময় মতো জ্বলে ওঠেন। মেসি তার খেলাটা খেললে প্রতিপক্ষও প্রচণ্ড চাপে থাকে। এর আগে নাইজেরিয়া ম্যারাডোনাকেও আটকে দিয়ে সাফল্য দেখিয়েছিল। জয় হয়তো পায়নি। কিন্তু দুশ্চিন্তায় রেখেছিলেন তারা। এবার মেসিকে তারা মার্কিং তো অবশ্যই করবেন। কিন্তু মেসি কী সে মার্কিংয়ে আটকে যাবেন? এটা কোটি টাকার প্রশ্ন। আর্জেন্টাইনদের ধারণা মেসি খেললে নাইজেরিয়া আর পারবে না। সেটাই যদি হয় মেসি কী করবেন সেটা দেখার বিষয়। সে সুযোগটা কাজে লাগাবেন নাকি ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের শেষে লজ্জায় মুখ লুকিয়ে ফিরেছেন সেভাবে ফিরবেন। তাই এখন দেখার বিষয়।


আরো সংবাদ



premium cement
সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক

সকল