২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জার্মানির বার্লিনে বন্দুকধারীদের গুলিতে নিহত ১, আহত ৪

বার্লিনে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। - ছবি : এপি

জার্মানির বার্লিনে একটি ইভেন্ট ভেন্যুর কাছে শুক্রবার বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চারজন। শনিবার জার্মান কর্তৃপক্ষ এটি জানিয়েছে।

বার্লিন প্রসিকিউটরদের মুখপাত্র জানিয়েছেন, শহরের প্রাণকেন্দ্র পটসডেমার প্ল্যাটজের কাছে টেমপোড্রমের সামনে এক বা একাধিক বন্দুকধারী গুলি করে পালিয়ে যায়।

মুখপাত্র মোনা লরেঞ্জ বার্তা সংস্থা এপিকে জানান, এ ঘটনায় ৪২ বছর বয়সী একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। এদের কেউ কেউ মারাত্মকভাবে আহত হয়েছেন। তবে গুলিবিদ্ধ হওয়ার কারণেই তারা আহত হয়েছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নন বলে জানিয়েছেন লরেঞ্জ।

লরেঞ্জ বলেন, কী কারণে গুলি চালানো হয়ে সে ব্যাপারে তদন্তকারীরা কিছুই বলতে পারেনি। তবে এটি সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না।

টেমপোড্রমের সামনে যখন গোলাগুলি ঘটনাটি ঘটেছে তখন ভেতরে তুরস্কের কমেডি নাইট শো চলছিল।

ইউরোপীয় রাজধানী শহরগুলোর মধ্যে বার্লিনে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র : এপি


আরো সংবাদ



premium cement