২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আলবেনিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩

আলবেনিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে হতাহতদের উদ্ধার করছেন অনেকে - সংগৃহীত

আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন সাতজন। আহত হয়েছেন আরো কয়েক শ'। সিএনএন এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ভোর রাতের ওই ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক চার ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস)। এটি দেশটির ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী তিরানা থেকে ৩৬ কিলোমিটার দুরে উপকূলীয় শহর ডুরেসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সময়ের ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ছে।

গতকাল আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামাসের মুখোপাত্র এনদ্রি ফুগো কয়েক দফায় নিহতের সংখ্যা জানিয়েছেন। ডুরেসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া থুমেনে নিহত হয়েছেন দু'জন। কুরবিনে আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে একজনের মৃত্যু হয়েছে। লেহেজে গাড়ি চালানোর সময় ভাঙ্গাচোড়া রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয়েছেন আরো একজন।


আরো সংবাদ



premium cement